[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গাইবান্ধায় জাতীয় পতাকার স্ট্যান্ডে জুতা উত্তোলনের ভিডিও ভাইরাল, কিশোর আটক

প্রকাশঃ
অ+ অ-
আটক প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় পতাকার স্ট্যান্ডে পতাকার বদলে জুতা উত্তোলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর অভিযান চালিয়ে ভিডিওতে থাকা এক কিশোরকে (১৭) আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদ (ইউপি) এলাকা থেকে ওই কিশোরকে আটক করা হয়। সে স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। খোঁজ নিয়ে জানা গেছে, সর্বানন্দ ইউপির জাতীয় পতাকার স্ট্যান্ডে ওই জুতা উত্তোলনের ঘটনাটি ঘটে।

ছড়িয়ে পড়া ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, লাল টি-শার্ট পরা এক কিশোর জাতীয় পতাকার স্ট্যান্ডে দাঁড়িয়ে একটি জুতা উত্তোলন করছে। পতাকা টানানোর রশিতে জুতাটি বাঁধা। পাশে আরও দুই কিশোর দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, অন্য একজন ভিডিও ধারণ করছে। ভিডিওতে এ সময় জাতীয় সংগীত বাজতে শোনা যায়।

জানতে চাইলে সর্বানন্দ ইউপির চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, 'ইতিমধ্যে ওই কিশোরকে পুলিশ আটক করেছে। কেন সে এমন কাণ্ড করেছে, তা তিনি জানেন না। ঘটনাটি পুলিশ তদন্ত করছে।' 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ওসি আবদুল হাকিম আজাদ বলেন, 'ওই কিশোর কেন এমন কাজ করেছে, জানতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, পাঁচ–ছয় মাস আগে ভিডিওটি করেছিল। সম্প্রতি সেটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। কেন এমন কাজ করেছিল, সে কোনো সদুত্তর দিতে পারেনি।' 

ওসি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং ওই কিশোরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন