শেখ হাসিনার সাক্ষাৎকার নিলে কেউ যেন আগের কর্মকাণ্ড ভুলে না যান: প্রেস সচিব
|  | 
| সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে | ছবি: পদ্মা ট্রিবিউন | 
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নিচ্ছেন যাঁরা, তাঁদের তাঁর আগের কর্মকাণ্ড মনে রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, একবিংশ শতাব্দীতে শেখ হাসিনার চেয়ে বড় খুনি বা মানবাধিকার লঙ্ঘনকারী আর কেউ নেই।
বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এক সাংবাদিক জানতে চান, বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের বিষয়ে সরকারের অবস্থান কী। জবাবে শফিকুল আলম বলেন, শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই বলতে পারবে। সরকার এখনো সেই সাক্ষাৎকার পড়েনি, পড়ার পর মন্তব্য করা হবে।
তিনি আরও বলেন, যাঁরা শেখ হাসিনার সাক্ষাৎকার নিচ্ছেন, তাঁদের উচিত তাঁর অতীতের কর্মকাণ্ড ভুলে না যাওয়া। শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি জাতিসংঘের রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ আছে। আরও দুটি আন্তর্জাতিক গণমাধ্যমেও এসেছে, তিনি খুনের নির্দেশ দিচ্ছেন।
আজ বুধবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট এবং বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করেছে।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগকে সুযোগ না দিলে ভোট বর্জন করা হতে পারে। এ নিয়ে কোনো সমস্যা হতে পারে কি না—এমন প্রশ্নে শফিকুল আলম বলেন, তাঁরা তা মনে করেন না।
তিনি আরও বলেন, 'আমরা এটা দেখি নাই। কিন্তু আওয়ামী লীগ তো নাই। আমরা কোথাও আওয়ামী লীগকে দেখি নাই। দু-একটা ঝটিকা মিছিল... হয়তো কেউ কেউ এর বিনিময়ে দু-একটা ডলার পান, এই তো।' 
প্রেস সচিব আরও বলেন, 'যে দাবিগুলো শেখ হাসিনা করেন, সেগুলো যেন একতরফা না থাকে। স্থানীয় একটি সংবাদমাধ্যমেও দেখা গেছে, আইসিসিতে তাঁর দল একটি অভিযোগ দিয়েছে, সেখানে শেখ হাসিনার ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের কোনো উল্লেখই নেই। এটি দুঃখজনক। আরও দেখা গেছে, আওয়ামী লীগ দাবি করছে ৪০০ জন মারা গেছে, সেটাও যাচাই না করেই তুলে ধরা হচ্ছে।'
তিনি আরও বলেন, 'দেশের টাকা চুরি করে নিয়ে যুক্তরাজ্যের সবচেয়ে দামি আইনজীবী প্রতিষ্ঠানকে ভাড়া করে এ ধরনের কাজ করা হচ্ছে। আর দেশের কিছু মানুষ সেটাই আবার প্রচার করছে।' 
 
একটি মন্তব্য পোস্ট করুন