[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

প্রার্থীদের ‘ডিজিটাল লড়াই’, সরাসরি প্রচারণা কমে গেছে

প্রকাশঃ
অ+ অ-

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভবন | ছবি: পদ্মা ট্রিবিউন 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা নিয়ে চলমান বিতর্ক ও শারদীয় দুর্গাপূজার ছুটির কারণে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতিতে থাকায় শিক্ষার্থীদের বড় অংশই বাড়ি চলে গেছেন। রাকসু (কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনের প্রার্থীরাও পরিবারের সঙ্গে গ্রামে চলে যাওয়ায় ক্যাম্পাসে নির্বাচনের আমেজ কমে গেছে।

ছুটি ও ফাঁকা ক্যাম্পাসের কারণে প্রার্থীরা অনলাইনে প্রচারণায় বেশি সক্রিয় হয়েছেন। কেউ কেউ পরিবারের সঙ্গে কাটানো সময় সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। অনেকে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন মন্দিরে গিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন।

ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী শেখ নূর উদ্দীন (আবীর) ও ‘রাকসু ফর র‍্যাডিক্যাল চেঞ্জ’ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী মারুফকে বুধবার রাত সাড়ে ৯টায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের সামনে একটি চায়ের দোকানে দেখা গেছে। তারা বসে রাজনৈতিক আলোচনা করছিলেন।

রোববার ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদল সমর্থিত প্যানেল প্রচারণা চালায়। পরে তারা ফাঁকা ক্যাম্পাসে অনাহারে থাকা প্রাণীদের জন্য খাবার বিতরণ কার্যক্রম শুরু করে। ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন বলেন, শিক্ষার্থীরা না থাকায় সরাসরি প্রচারণা থমকে গেছে, তবে অনলাইনে প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি ক্যাম্পাসে থাকা প্রাণীদের খাবার দিচ্ছেন এবং শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন মন্দিরে গিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন। তিনি বলেন, 'প্রার্থীরা গ্রামে গেলেও সেখানকার শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন।' 

সর্বশেষ ৩০ সেপ্টেম্বর ক্যাম্পাসসংলগ্ন বিনোদপুর এলাকায় চায়ের দোকানে প্রচারণা চালান ‘রাকসু ফর র‍্যাডিক্যাল চেঞ্জ’ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী মারুফ। তিনি বলেন, 'শিক্ষার্থীরা বাড়ি চলে যাওয়ায় প্রচারণা কমেছে। তবে অনলাইনে প্রচারণা চলছে। গতকাল আমরা মন্দিরে মন্দিরে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেছি। আজ আবার প্রচারে নামব।' 

ক্যাম্পাস বন্ধ থাকা অবস্থায় ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীদের সময় কেমন কাটছে জানতে চাইলে ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ) বলেন, 'আমাদের প্রার্থীদের প্রায় সবাই ক্যাম্পাসে আছেন। লিফলেট দিয়ে সরাসরি প্রচারণা হচ্ছে না, তবে আবাসিক হলে থাকা শিক্ষার্থীদের খোঁজখবর নিচ্ছি। বিকেলে খেলাধুলা করছি এবং অনলাইন প্রচারণায় মনোযোগ দিচ্ছি।' 

‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ভিপি প্রার্থী তাসিন খান ও তার প্যানেলের বেশিরভাগ প্রার্থী বাড়িতে সময় কাটাচ্ছেন। তাসিন খান বলেন, 'নির্বাচন পিছিয়ে যাওয়ায় আবার নতুন করে প্রচারণা চালাতে হবে। ছুটির সময়ে আমরা এখন অনলাইনে প্রচারণায় জোর দিয়েছি। প্যানেলের অনেকে ধীরে ধীরে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন।' 

‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেলের ভিপি প্রার্থী ফুয়াদ রাতুল বলেন, 'আমাদের প্রার্থীদের অনেকেই শিক্ষার্থীদের আড্ডার জায়গায় গিয়ে কুশল বিনিময় করছেন। কেউ কেউ বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। আমরা মূলত অনলাইন প্রচারণায় মনোযোগ দিচ্ছি। ছোট ছোট ভিডিও বার্তার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে আমাদের বার্তা পৌঁছে দিচ্ছি।' 

রাকসু নির্বাচন

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন