[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নবাব সিরাজউদ্দৌলার সাজে রাকসু নির্বাচনে সংস্কৃতি সম্পাদক প্রার্থী

প্রকাশঃ
অ+ অ-

মাথায় মুকুট ও নবাবি পোশাক পরে রাকসু নির্বাচনের প্রচারণায় সংস্কৃতিবিষয়ক সম্পাদক প্রার্থী আবদুল্লাহ আল কাফী। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলা চত্বরে | ছবি: পদ্মা ট্রিবিউন 

বেলা আড়াইটা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলা চত্বর। দূর থেকে ঢোলের আওয়াজ শোনা যাচ্ছিল। কাছে গিয়ে দেখা গেল, একজন শিক্ষার্থীকে লিফলেট দিয়ে যাচ্ছেন, তার মাথায় মুকুট এবং পরণে নবাবি সাজ। পাশে আরেকজন ঢোল বাজাচ্ছিল।

কথা বলে জানা গেল, তিনি কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার নাম আবদুল্লাহ আল কাফী। তিনি ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থী। শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে তিনি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাজে প্রচারণা চালাচ্ছেন। আজ সোমবার তিনি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচার করেছেন।

পরিবহন মার্কেটে আবদুল্লাহ আল কাফী বলেন, 'নবাব সিরাজউদ্দৌলা ছিলেন অবিভক্ত বাংলার শেষ স্বাধীন নবাব। তিনি বাংলার স্বাধীনতা রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, কিন্তু নানা ষড়যন্ত্রের কারণে পলাশীর যুদ্ধে পরাজিত হন। এরপর ব্রিটিশরা আমাদের ওপর অত্যাচার চালিয়েছিল। আমি শুধু নির্বাচনী প্রচারণা করতে এসেছি না, প্রতিবাদের জায়গা থেকেও এসেছি।' 

মাথায় মুকুট ও নবাবি পোশাক পরে রাকসু নির্বাচনের প্রচারণায় সংস্কৃতিবিষয়ক সম্পাদক প্রার্থী আবদুল্লাহ আল কাফী। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলা ভবনের সামনে | ছবি: পদ্মা ট্রিবিউন 

আবদুল্লাহ আল কাফী বলেন, 'সংস্কৃতি শুধু আনন্দের জন্য নয়। এটি আমাদের সমাজের প্রতিবিম্ব। কেউ কেউ আমাদের সংস্কৃতির ওপর দখল করতে চাচ্ছে। সেই দিক থেকে আমি চেষ্টা করছি সমাজের অসংগতি তুলে ধরতে এবং ভোটারদের জানাতে, ভবিষ্যতে আমাদের সংস্কৃতিতে কী হবে।' 

তিনি আরও বলেন, 'বর্তমানে সংস্কৃতির ওপর আবারও আক্রমণ শুরু হয়েছে। সেই প্রতিরোধের প্রতীক হয়ে আমি ভোটারদের কাছে এসেছি। যেন পলাশীর যুদ্ধে নবাব হেরে গেলেও এই নির্বাচনে আমি হারি না। নির্বাচিত হলে ক্যাম্পাসে মুক্ত ও প্রগতিশীল সংস্কৃতির চর্চা জোরদার করতে চাই।' 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন