খুলনায় জানালা দিয়ে গুলি, তরুণ নিহত
গুলি | প্রতীকী ছবি |
খুলনায় নিজ বাড়ির জানালা দিয়ে গুলি চালিয়ে তানভীর হাসান শুভ (২৮) নামের এক তরুণকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে নগরের দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ বুধবার সকাল সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তানভীর ওই এলাকার আবুল বাশারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তানভীর তাঁর মা ও ছোট ভাইকে নিয়ে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে জানালার গ্লাস খুলে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাঁর মাথায় দুটি ও হাতে একটি গুলি লাগে। পরিবারের লোকজন দ্রুত তাঁকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, একতলা বাড়ির জানালার থাই গ্লাস খুলে তাঁকে গুলি করা হয়। তানভীর আগে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বর্তমানে কোনো কাজে যুক্ত ছিলেন না, বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন। তাঁর রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি। ওসি বলেন, হত্যার কারণ এখনো জানা যায়নি, তদন্ত চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন