[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

৮৩ আসনের সীমানা পুনর্নির্ধারণে ১৭৬০টি দাবি-আপত্তি ইসিতে

প্রকাশঃ
অ+ অ-

প্রতীকী ছবি 

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ৮৩টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে এক হাজার ৭৬০টি দাবি-আপত্তির আবেদন পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শিগগির এসব আবেদন নিষ্পত্তি হবে জানিয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলছেন, '১০ অগাস্টের আসা মধ্যে দাবি-আপত্তিগুলো একীভূত করে ইসি সচিবালয় আমাদের কাছে উপস্থাপন করবে। এগুলোর শুনানি কবে ও কোথায় করা হবে, সে বিষয়ে কমিশনের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। শুনানি শেষে ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হবে।'

তিনি বলেন, 'কর্মপরিকল্পনা অনুযায়ী, সব ধরনের নির্বাচনী প্রস্তুতি অক্টোবরের মধ্যে শেষ করা হবে।'

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০টি আসনের মধ্যে ৩৯টির সীমানায় পরিবর্তন আনার প্রস্তাব করেছে ইসি। কিন্তু নানা দাবি-আপত্তি ওঠে ৮৩টি আসনের বিষয়ে। এরমধ্যে সীমানায় পরিবর্তন আনা এবং বর্তমান সীমানা বহাল রাখার আবেদনও আছে।

সবচেয়ে বেশি কুমিল্লা অঞ্চলে

রোববার ইসি সচিবালয়ের উপসচিব মাহবুব আলম শাহ্ বলেন, এক হাজার ৭৬০টি আবেদনের মধ্যে সর্বোচ্চ ৬৮৩টি এসেছে কুমিল্লা অঞ্চল থেকে। সবচেয়ে কম আবেদন পড়েছে সিলেট অঞ্চলে। আর তিনটি আবেদন পড়ে ময়মনসিং অঞ্চলে।

একক আসন হিসেবে সবচেয়ে বেশি ৩৬২টি আবেদন পড়েছে কুমিল্লা ১-এ। এছাড়া ঢাকা-১ আসন নিয়ে আবেদন পড়েছে ৭৯টি।

রাজশাহী অঞ্চলের মধ্যে সিরাজগঞ্জ-২, সিরাজগঞ্জ-৫, সিরাজগঞ্জ-৬ ও পাবনা-১ আসন নিয়ে আবেদন পড়েছে ২৩২টি।

যশোর-৩, যশোর-৬, বাগেরহাট-১, বাগেরহাট-২, বাগেরহাট-৩, সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ আসন নিয়ে ৯৮টি আবেদন জমা পড়ে খুলনা অঞ্চলে।

বরিশাল অঞ্চলে বরগুনা-১, বরগুনা-২, ঝালকাঠি-১, পিরোজপুর-১, পিরোজপুর-২ ও পিরোজপুর-৩ নিয়ে দাবি-আপত্তি এসেছে ৩৮১ টি।

রংপুর অঞ্চলের মধ্যে পঞ্চগড়-১, পঞ্চগড়-২, রংপুর-১ ও কুড়িগ্রাম-৪ আসন নিয়ে আবেদন পড়ে সাতটি।

মানিকগঞ্জ-১, মানিকগঞ্জ-২, মানিকগঞ্জ-৩, মুন্সীগঞ্জ-১, মুন্সীগঞ্জ-২, মুন্সীগঞ্জ-৩, ঢাকা-১, ঢাকা-২, ঢাকা-৩, ঢাকা-৪, ঢাকা-৫, ঢাকা-৬, ঢাকা-৭, ঢাকা-১০, ঢাকা-১৪, ঢাকা-১৫, ঢাকা-১৬, ঢাকা-১৮, ঢাকা-১৯, গাজীপুর-২, গাজীপুর-৬, নরসিংদী-৩, নরসিংদী-৪, নরসিংদী-৫, নারায়ণগঞ্জ-৩, নারায়ণগঞ্জ-৪ ও নারায়ণগঞ্জ-৫ আসন নিয়ে মোট ৩১৬টি আবেদন পড়ে ঢাকা অঞ্চলে।

ইসি বলছে, ফরিদপুর অঞ্চলে আবেদন পড়েছে ১৮টি। ফরিদপুর-১, ফরিদপুর-৪, মাদারীপুর-২, মাদারীপুর-৩, শরীয়তপুর-২ ও শরীয়তপুর-৩ নিয়ে এসব দাবি-আপত্তি এসেছে।

ব্রাহ্মণবাড়িয়া-২, ব্রাহ্মণবাড়িয়া-৩, ব্রাহ্মণবাড়িয়া-৫, কুমিল্লা-১, কুমিল্লা-২, ২৫৪ কুমিল্লা-৬, কুমিল্লা-৯, কুমিল্লা-১০, কুমিল্লা-১১, চাঁদপুর-২, চাঁদপুর-৩, ফেনী-৩, নোয়াখালী-১, নোয়াখালী-২, নোয়াখালী-৪, নোয়াখালী-৫, লক্ষ্মীপুর-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের সীমানা নিয়ে ৬৮৩টি আবেদন জমা পড়ে কুমিল্লা অঞ্চলে।

এছাড়া চট্টগ্রাম অঞ্চলে ২০টি আবেদন পায় ইসি। চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৫, চট্টগ্রাম-৮, চট্টগ্রাম-১০, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের সীমানা নিয়ে এসব আবেদন জমা পড়ে।

গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন।

এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ৬টি করা হয়। বাগেরহাটের আসন চারটি থেকে কমিয়ে তিনটির প্রস্তাব করা হয়।

এবার ইসির সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাব করা ৩৯টি আসনের মধ্যে রয়েছে- পঞ্চগড় ১ ও ২; রংপুর ৩; সিরাজগঞ্জ ১ ও ২; সাতক্ষীরা ৩ ও ৪; শরিয়তপুর ২ ও ৩; ঢাকা ২,৩,৭,১০,১৪ ও ১৯; গাজীপুর ১,২,৩,৫ ও ৬; নারায়ণগঞ্জ ৩,৪ ও ৫; সিলেট ১ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩; কুমিল্লা ১,২,১০ ও ১১; নোয়াখালী ১,২,৪ ও ৫; চট্টগ্রাম ৭ ও ৮ এবং বাগেরহাট ২ ও ৩ আসন।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন