নিজস্ব প্রতিবেদক ঢাকা

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন আনিসুল ইসলাম মাহমুদ। শনিবার বিকেল, গুলশানে | ছবি: পদ্মা ট্রিবিউন   

রাজধানীর পুরান ঢাকায় ‘চাঁদা না দেওয়ায়’ একজন ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনাকে বর্বর, হৃদয়বিদারক ও অমানবিক আখ্যায়িত করেছেন জাতীয় পার্টির (সদ্য অব্যাহতিপ্রাপ্ত) জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেছেন, ‘এ ঘটনায় পুরো দেশের মানুষ স্তব্ধ, ব্যথিত ও ক্ষুব্ধ। একটি স্বাধীন রাষ্ট্রের রাজধানীতে প্রকাশ্যে চাঁদা আদায় এবং তার বিরোধিতা করায় একজন নিরীহ নাগরিককে জীবন দিতে হবে, এটা কল্পনাতীত।’

শনিবার বিকেলে গুলশানে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আনিসুল ইসলাম মাহমুদ এসব কথা বলেন। পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদ ও সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এ সমাবেশের আয়োজন করে।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘শুধু পুরান ঢাকার ওই হত্যাকাণ্ডই নয়, প্রতিনিয়তই এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড ঘটছে। এমন অমানবিকতা, হিংস্রতা আমাদের মানবিক মূল্যবোধ, সমাজের নৈতিকতা এবং আইনের শাসনকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে।

জাতীয় পার্টি এই ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানায় এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।’

প্রতিবাদ সভায় জাতীয় পার্টির (সদ্য অব্যাহতিপ্রাপ্ত) কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘দেশের মানুষের জীবনের নিরাপত্তা এখন মারাত্মক হুমকির মুখে। যারা পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে নির্মমভাবে পিটিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা শুধু একজন মানুষকে হত্যা করেনি, তারা রাষ্ট্র ও সমাজের প্রতি আমাদের বিশ্বাসকেই রক্তাক্ত করেছে।’

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও উত্তরের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, জাতীয় পার্টির উত্তরের নেতা জাহাঙ্গীর হোসেন পাঠান, আমানত হোসেন, দক্ষিণের নেতা সারফুদ্দিন আহমেদ, মাসুক আহমেদসহ জাতীয় পার্টির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।