[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

প্রগতি লেখক সংঘ রাজশাহীতে প্রস্তুতি কমিটি গঠন করলো

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাজশাহী

নবগঠিত প্রস্তুতি কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। রোববার, রাজশাহী | ছবি: পদ্মা ট্রিবিউন

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ রাজশাহী জেলা শাখার কার্যকরী কমিটির সভা হয়েছে। রোববার বিকেলে নগরীর রাণীবাজারের বাটার মোড় এলাকায় এই সভা হয়।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অধ্যাপক অসিত সাহা, আব্দুল লতিফ চঞ্চল, কবি আব্দুল আলীম, কে এম রেজাউল করিম খোকন, প্রকৌশলী নাফিস নয়ন, রবিউল ইসলাম সানী, এসএম মাহাবুব আলম, সাউদ নিজাম, ওয়ালিউর শেখ, কবি সেলিম রেজা, জাকির হোসেন ও ওয়ালির রহমান।

২৩ আগস্টের সম্মেলন সামনে রেখে এই বৈঠকে সাত সদস্যের একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক করা হয়েছে আব্দুল লতিফ চঞ্চলকে এবং সদস্যসচিব হয়েছেন কে এম রেজাউল করিম খোকন। কমিটির অন্য সদস্যরা হলেন- এসএম মাহাবুব আলম, রবিউল ইসলাম সানী, সাউদ নিজাম, ওয়ালির শেখ ও কবি আব্দুল আলীম।

সভা শেষে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক নবগঠিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর কবিতা পাঠ ও আবৃত্তির মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন