খুলনায় ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
প্রতিনিধি খুলনা
![]() |
| ছুরিকাঘাত | প্রতীকী ছবি |
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকির হোসেন (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে নগরের ২৪ নম্বর ওয়ার্ডের নিরালা কাঁচাবাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জাকির হোসেনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় লোকজন জানান, নিহত জাকির হোসেনের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায়। তিনি নিরালা ১৭ নম্বর সড়কের একটি বাসায় ভাড়া থাকতেন। নিরালা এলাকায় তাঁর একটি দোকান ছিল এবং তাঁর একটি মশার কয়েল কোম্পানির ডিলারশিপ ছিল।
খুলনা থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, দুর্বৃত্তরা ছুরিকাঘাত করার পর জাকির হোসেন দৌড়ে একটি দোকানের পাশে লুটিয়ে পড়েন। তাঁর পিঠ ও পেটে ধারালো আঘাতের চিহ্ন ছিল। স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে মারা যান তিনি। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম আরও বলেন, কেন তাঁকে ছুরিকাঘাত করা হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাঁদাবাজিসংক্রান্ত বিষয়ে বা পূর্বশত্রুতার জেরে তাঁকে হত্যা করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Comments
Comments