নিজস্ব প্রতিবেদক ঢাকা
![]() |
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ফাইল ছবি |
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর তেজগাঁও অঞ্চল এবং চট্টগ্রাম মহানগরী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক দুটি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে। দুটি মামলার প্রতিবেদন আগামী ৭ সেপ্টেম্বর দাখিলের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এই আদেশ দেন। ট্রাইব্যুনালে অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
তেজগাঁও এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় দুই মাস বাড়ানোর আবেদন করেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ। ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে আগামী ৭ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। এই মামলায় তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
চট্টগ্রাম মহানগরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানোর আবেদন করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তাঁর আবেদন মঞ্জুর করে আগামী ৭ সেপ্টেম্বর মামলার প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করা হয়। এই মামলার আসামি সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয়।