প্রতিনিধি বরিশাল

নুরুল হক নুর | ফাইল ছবি

বরিশালে জাতীয় পার্টির (জাপা) কার্যালয় ভাঙচুরের ঘটনায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি করা হয়েছে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানকে।

ঘটনাটি ঘটে গত ৩১ মে রাতে। অভিযোগ, ওই রাতে নগরের ফকিরবাড়ি সড়কে জাপার জেলা কার্যালয়ে হামলা চালান গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এরপর জাপা নেতারা বরিশাল কোতোয়ালি থানায় মামলা দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে আদালতের শরণাপন্ন হন তাঁরা।

জাপার জেলা সাধারণ সম্পাদক ও মামলার আইনজীবী অ্যাডভোকেট জলিল জানান, আদালতে অভিযোগ দাখিলের পর গত মঙ্গলবার কোতোয়ালি থানার ওসিকে মামলা গ্রহণের নির্দেশ দেন বিচারক। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আদালতের আদেশসহ সংশ্লিষ্ট নথিপত্র থানায় জমা দেওয়া হয়েছে। কোতোয়ালি থানার দায়িত্বে থাকা এসআই ডলি সেসব কাগজপত্র গ্রহণ করেছেন বলেও জানান তিনি।

মামলায় নুরুল হক নুর ও রাশেদ খানের পাশাপাশি গণঅধিকার পরিষদের বরিশাল জেলা সভাপতি এইচ এম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচ এম হাসান, মহানগর সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘আদালতের আদেশের কোনো নথি এখনো হাতে পাইনি। ডিউটি অফিসার গ্রহণ করে থাকলে যথাসময়ে তা হাতে আসবে।’

গণঅধিকার পরিষদের বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, ‘জাপার অফিস ভাঙচুরের ঘটনায় আদালতে মামলা হয়েছে—এমন কোনো তথ্য আমাদের জানা নেই। আইনগতভাবে এর মোকাবিলা করা হবে।’

উল্লেখ্য, গত ৩১ মে বিকেলে বরিশাল নগরীতে জাপার একটি মিছিলে হামলার অভিযোগ ওঠে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে রাত ৯টার দিকে গণঅধিকার পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একত্র হয়ে জাপা কার্যালয়ে ভাঙচুর করেন বলে অভিযোগ করেছে জাপা।