[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাবনায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি পাবনা

পানিতে ডুবে মৃত্যু | প্রতীকী ছবি

পাবনার ফরিদপুর উপজেলায় পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা সদরের উত্তর থানাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো মহল্লার আবু সামার মেয়ে তিন্নি খাতুন (১১) ও মো. আলমগীর হোসেনের ছেলে জোবায়ের আহম্মেদ (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন। তাদের বাড়িতে চলছে মাতম।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা সোয়া একটার দিকে দুই ভাইবোন বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তাদের আর পুকুরে দেখা যাচ্ছিল না। পুকুরে তাদের খুঁজতে নামেন পরিবারের লোকজন। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন।

সাঁতার না জানায় দুই শিশু পানিতে তলিয়ে মারা গেছে বলে জানান স্বজন ও প্রতিবেশীরা। স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান জানান, জোবায়ের বাবা-মায়ের একমাত্র সন্তান। দুই ভাইবোনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর থানার ওসি হাসনাত জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনায় মারা যাওয়া শিশুদের পরিবারের কোনো অভিযোগ নেই। ফলে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন