[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মাদারীপুরে জমি বিরোধে কৃষককে কুপিয়ে জখম

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি মাদারীপুর

মাদারীপুর জেলার মানচিত্র

মাদারীপুরের রাজৈর উপজেলায় পূর্বশত্রুতা ও জমিজমা বিরোধের জেরে রেজাউল শেখ নামের এক কৃষককে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার খালিয়া ইউনিয়নের গোবিন্দপুর সুন্দিকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রেজাউল শেখ (৫০) গোবিন্দপুর সুন্দিকুড়ি এলাকার ছত্তার শেখের ছেলে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে গোবিন্দপুর সুন্দিকুড়ি এলাকায় হাফিজুল শেখের সঙ্গে রেজাউল শেখের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি এ নিয়ে হাফিজুল শেখকে কুপিয়ে জখম করেন রেজাউল ও তাঁর লোকজন। এর জেরে গতকাল রাতে রেজাউল বাড়ি ফেরার পথে সুন্দিকুড়ি গ্রামের আহত হাফিজুলের বাড়ির সামনে এলে তাঁর ওপর অতর্কিত হামলা করেন হাফিজুলের অনুসারীরা। এ সময় রেজাউলের হাত ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। একপর্যায়ে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে রেজাউলকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার শিকার রোগীর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। আহত ব্যক্তির পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তাঁরা লিখিত অভিযোগ দিলে পুলিশ তদন্ত করে হামলাকারীদের গ্রেপ্তারসহ আইনগত ব্যবস্থা নেবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন