{getBlock} $results={3} $label={ছবি} $type={headermagazine}

ঈশ্বরদীতে শ্রমিক লীগ নেতা উজ্জ্বল সরদার গ্রেপ্তার

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি পাবনা

আশরাফুজ্জামান উজ্জ্বল সরদার ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে সিবিএ সভাপতি ও শ্রমিক লীগ নেতা আশরাফুজ্জামান উজ্জ্বল সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার নতুনহাট গোলচত্বর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আশরাফুজ্জামান উজ্জ্বল নর্থ বেঙ্গল চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি পাবনা সুগার মিল শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন।

ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নূর বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল রোববার আদালতের মাধ্যমে তাঁকে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।’

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন