নিজস্ব প্রতিবেদক ঢাকা

দ্বীপ জেলা ভোলা নাগরিক ঐক্য ফোরাম আয়োজিত ‘ভোলা জেলার উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ঢাকা, ২৪ মে | ছবি: পদ্মা ট্রিবিউন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশকে আবার নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া হচ্ছে। বর্তমানে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা সমাধানে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের প্রতি অনুরোধ করেছেন তিনি।

আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে দ্বীপ জেলা ভোলা নাগরিক ঐক্য ফোরাম আয়োজিত ‘ভোলা জেলার উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব এ কথা বলেন হাফিজ উদ্দিন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বর্তমান সরকার তাদের আমরা সবাই সাপোর্ট (সমর্থন) করেছি। আওয়ামী লীগ ছাড়া সবাই তাদের আমরা সমর্থন দিয়েছি; কিন্তু তাদের কাছ থেকে তো আমরা গণতন্ত্র চাই। যে গণতন্ত্রের জন্য ১৭ বছর জনগণ ভোট দিতে পারে নাই। সে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কত মানুষ জীবন দিল।’ তিনি আরও বলেন, ‘কিন্তু টেলিভিশন খুললে উপদেষ্টাদের বক্তব্য শুনি। নির্বাচনের কোনো কথাবার্তা নাই। দুনিয়ার কথা বলে, নির্বাচন সম্বন্ধে কোন কথা বলে না। দু–একজন বলে নির্বাচন দিলে তো বিএনপি ক্ষমতায় আসবে। ভাই এটা কি আমাদের অপরাধ। জনগণ যদি বিএনপিকে ভোট দেয় তো আমাদের দোষটা কি। তারা তো সবাইকে দেখেছে, সবাইকে চিনেছে।’

হাফিজ উদ্দিন আরও বলেন, সরকারের ৯ মাস চলে গেলেও একটা অভিযোগপত্র দেয়নি। তারা খালি মুখে মুখেই বিচার করে, মুখে মুখেই সংস্কার করে। আওয়ামী লীগ দেশের অর্থনীতি ধ্বংস করে দেশটিকে ফোকলা করে দিয়ে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। সেই বিষয়ে কোনো কথা নেই। তিনি বলেন, যে মুহূর্তে একটা গণতান্ত্রিক সরকার প্রয়োজন, সেই মুহূর্তে ক্রমেই গণতন্ত্রকে আস্তে আস্তে যেন দূরে ঠেলে দেওয়া হয়েছে।

বর্তমানে যারা উপদেষ্টা পরিষদে আছেন, তাঁরা দেশের সাধারণ মানুষের জন্য কি করেছেন এমন প্রশ্ন করে বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিক দলগুলোকে নানা ধরনের অপবাদ দেওয়া হচ্ছে। এরা অতীতে সব সংগ্রামে জনগণের পাশে থেকে স্বৈরশক্তির বিরুদ্ধে লড়াই করেছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারকেও বিদায় করেছে সাধারণ মানুষ।

দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের সদস্যসচিব মো. মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের আহ্বায়ক মো. নূর মোরশেদ।

আলোচনা সভায় আরও বক্তব্য সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হায়দার আলী, দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের প্রতিষ্ঠাতা আবদুল মালেক প্রমুখ।