{getBlock} $results={3} $label={ছবি} $type={headermagazine}

বিমানবন্দর এলাকায় নেতা–কর্মীর ঢল, গণতন্ত্রে উত্তরণের পথ সহজ করবে বললেন ফখরুল

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরের উদ্দেশে নেতা কর্মীরা | ছবি: পদ্মা ট্রিবিউন 

চার মাস বিদেশে চিকিৎসা শেষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁকে অভ্যর্থনা জানাতে রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত  হাজারো নেতা কর্মীর ঢল নেমেছে।

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল | ছবি: পদ্মা ট্রিবিউন 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল সাড়ে আটটার দিকে বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনে সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণের পথকে সহজ করবে। আজ দেশের ও জনগণের জন্য একটি উল্লেখযোগ্য দিন।’ তিনি আরও বলেন, ‘দেশনেত্রীর আগমন আমাদের জন্য শুধু আবেগ নয়, এটি একটি রাজনৈতিক শক্তির প্রকাশ।’

পিকআপে করে বিমানবন্দরের উদ্দেশে নেতা-কর্মীরা  | ছবি: পদ্মা ট্রিবিউন 

বিএনপির নির্দেশনা অনুযায়ী, দলীয় নেতা কর্মীরা সকাল থেকেই সড়কের পাশের ফুটপাতে অবস্থান নিতে শুরু করেন। ব্যানার-ফেস্টুন ও ফুল নিয়ে দাঁড়িয়েছেন তাঁরা। অনেকে খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে স্লোগান দিচ্ছেন। কেউ আবার খালেদা জিয়ার ছবি সংবলিত টি-শার্ট পরে ও মাথায় ব্যান্ড বেঁধে উপস্থিত হয়েছেন।

সরেজমিনে দেখা যায়, বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত খালেদা জিয়ার গাড়িবহরকে স্বাগত জানাতে বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছেন দলের নেতা-কর্মীরা। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মোতায়েন করা  রয়েছে।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁর শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন। সেটিতেই তিনি লন্ডনে যান। কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সেই আবার লন্ডন থেকে দেশে ফিরছেন তিনি।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন