প্রতিনিধি সাতক্ষীরা ও দিনাজপুর

সুন্দরবন | ফাইল ছবি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা ৭৮ জন মানুষকে রেখে গেছেন বলে জানিয়েছে বন বিভাগ। পরে বন বিভাগের কর্মীরা আজ শুক্রবার সকালে তাঁদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে এসেছেন। তাঁরা বাংলাদেশি কি না, তা যাচাই করে দেখা হবে বলে জানিয়েছে বিজিবি।

এদিকে দিনাজপুরের বিরল উপজেলার কিশোরীগঞ্জ সীমান্তে বিজিবির সঙ্গে পতাকা বৈঠক করে ভারতে বসবাস করা ৯ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ। পরে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় আটক ব্যক্তিদের বিরল থানা–পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিরল থানার ওসি আব্দুস ছবুর।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, শুক্রবার ভোর চারটার দিকে বিএসএফ সদস্যরা বঙ্গোপসাগরসংলগ্ন সুন্দরবনের গহিনে মান্দারবাড়িয়া এলাকায় কয়েকটি স্পিডবোটে আসেন। পরে তাঁরা মান্দারবাড়িয়া চরে ৭৮ জনকে স্পিডবোট থেকে নামিয়ে রেখে চলে যান। সকাল নয়টার দিকে বন বিভাগের মান্দারবাড়িয়া ক্যাম্পের সদস্যরা তাঁদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন। বিষয়টি পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে জানানো হয়। শুক্রবার রাত পৌনে আটটা পর্যন্ত তাঁরা বন বিভাগের মান্দারবাড়িয়া ক্যাম্পে অবস্থান করছিলেন।

এ বিষয় সুন্দরবন এলাকার বঙ্গোপসাগরে কর্মরত ৮ আরবিজি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রউফের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।

সাতক্ষীরার নীলডুমুর ১৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজিব মুঠোফোনে বলেন, বিষয়টি তাঁরা শুনেছেন। এটি বঙ্গোপসাগর এলাকায়, এখানে আরবিজি কাজ করে থাকে। তারা বিস্তারিত জানাতে পারবে। তারা বাংলাদেশি কি না, তা যাচাই–বাছাই করে দেখা হবে। তা ছাড়া তাঁদের কী কারণে সুন্দরবনের মধ্যে রেখে যাওয়া হয়েছে, তা–ও দেখা হবে। বিস্তারিত পরে জানতে পারবেন।

এদিকে বিরল থানার ওসি আব্দুস ছবুর বলেন, ৯ জন বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময়ে ভারতে কাজের জন্য যান। কাজ শেষে বাংলাদেশে ফেরত আসার সময় শুক্রবার সকালে বিএসএফের হাতে আটক হন। পরে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা সাতটায় কিশোরীগঞ্জ সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম আটক ব্যক্তিদের বিরল থানায় হস্তান্তর করেছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাঁদের জেল–হাজতে পাঠানো হবে।