[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সরকারকে মানুষের দাবি পূরণে মনোযোগ দিতে হবে: জোনায়েদ সাকি

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের আয়োজিত সমাবেশে সংহতি জানান জোনায়েদ সাকি ছবি: আয়োজকদের সৌজন্যে

অন্তর্বর্তী সরকারকে মানুষের দাবি পূরণের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি মানুষের বাস্তব সংকট সমাধানকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার দাবি জানান।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে খুলনা বিভাগের সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের আয়োজিত এক সমাবেশে সংহতি জানিয়ে জোনায়েদ সাকি এসব কথা বলেন।

‘সমগ্র বাংলাদেশে সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের’ দাবিতে প্রেসক্লাবের সামনে এই সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে কর্মচারী ইউনিয়নটি। পরে ইউনিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সমাবেশে জোনায়েদ সাকি বলেন, সরকারি কলেজে বেসরকারিভাবে কর্মরতরা বছরের পর বছর শ্রম দিয়ে যাচ্ছেন, কিন্তু তাঁদের নির্দিষ্ট কোনো বেতনকাঠামো নেই। তাঁদের চাকরি বিধি নেই, নেই কোনো কর্মঘণ্টা। সুযোগ–সুবিধাহীনভাবে দিনের পর দিন তাঁদের দিয়ে কাজ করিয়ে নেওয়া হচ্ছে।

বেসরকারি কর্মচারীদের দাবি আদায়ে সংগঠন করার অধিকার দেওয়ার দাবি জানিয়ে জোনায়েদ সাকি বলেন, সরকারি প্রতিষ্ঠানে কর্মরত বেসরকারি নারী কর্মীদের মাতৃত্বকালীন ছুটি, উৎসব ভাতা, সুনির্দিষ্ট কর্মঘণ্টা নিশ্চিত করতে হবে। সমাবেশ শেষে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করে স্মারকলিপি দেয় সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন