প্রতিনিধি চাঁদপুর
![]() |
দরিদ্র কৃষক মতিন মিজির সাদা দুধেল গাভিটি প্রতিদিন পাঁচ থেকে সাত কেজি দুধ দিত। সেই দুধ বিক্রি করেই চলত তাঁর সংসার। গতকাল রোববার সকালে মাঠে ঘাস খাওয়াতে নেওয়ার পর গরুটি চুরি হয়ে যায়। পরে সন্ধ্যায় চাঁদপুর শহরের বিপণীবাগ বাজারে গিয়ে এক কসাইয়ের দোকানে তাঁর গরুর মাথা দেখতে পান।
মতিন মিজির বাড়ি চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী এলাকায়। তিনি মাঠে গরু বেঁধে রেখে দুপুরে গিয়ে দেখেন, বাছুরটি রয়েছে, কিন্তু গাভিটি নেই। আশপাশে খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি। পরে পাশের কাশিম বাজারের এক ব্যক্তি জানান, সাদা একটি গরু শহরের দিকে নিয়ে যাওয়া হয়েছে। সারা দিন খোঁজার পর বিপণীবাগ বাজারের এক কসাইয়ের দোকানে গিয়ে তিনি দেখতে পান তাঁর সাদা গরুর মাথা রাখা।
বাজারের কসাই কালা গাজী জানান, গরুটি বিটি রোড এলাকার সোহাগ পাটোয়ারীর কাছ থেকে ৫০ হাজার টাকায় কেনা হয়েছিল। পরে সেটি জবাই করে মাংস বিক্রি করা হয়। ঘটনার পর বাজারের লোকজন সোহাগ পাটোয়ারীকে ধরে পুলিশের হাতে তুলে দেন।
মতিন মিজির জামাতা মাসুদুর রহমান বলেন, প্রায় দেড় লাখ টাকা দামের গরুটি ছিল শ্বশুরের একমাত্র উপার্জনের মাধ্যম। এখন তিনি সর্বস্ব হারিয়ে নিঃস্ব।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, ‘আমরা গরুচোর চক্রের সন্ধানে রয়েছি। আটক ব্যক্তির মাধ্যমে চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’