প্রতিনিধি চট্টগ্রাম
![]() |
অস্থায়ী পশুর হাটের ইজারা নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুটি পক্ষ। আজ দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে | ছবি: পদ্মা ট্রিবিউন |
চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী পশুর হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা আড়াইটায় নগরের টাইগারপাসে সিটি করপোরেশনের অস্থায়ী প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরে ৯টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন। আজ বেলা একটা পর্যন্ত নগরের পশুর হাটের দরপত্র ফরম জমা দেওয়ার শেষ দিন ছিল। এ নিয়ে সকাল থেকে ইজারা নিতে ইচ্ছুক বিভিন্ন পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। বেলা সোয়া দুইটায় প্রধান কার্যালয়ের নিচতলায় অবস্থিত সম্মেলনকক্ষে ফরম জমাদানকারীদের উপস্থিতিতে দরপত্র বাক্স উন্মুক্ত করা হয়। দরপত্র বাক্স উন্মুক্ত করার পর প্রধান কার্যালয়ের বাইরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। থেমে থেমে তা ১০ থেকে ১৫ মিনিট ধরে চলতে থাকে। পরে পুলিশ দুই পক্ষকে সরিয়ে দেয়।
চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, সিটি করপোরেশনের পশুর হাটের ইজারার দরপত্র ফরমের বাক্স উন্মুক্ত হওয়ার পর দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
খুলশী থানার এক পুলিশ সদস্য জানান, গরুর হাটের ইজারা নিয়ে সিটি করপোরেশনের সামনে দুটি পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। ওখান থেকে লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করেন। দুটি কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
![]() |
দরপত্র বক্সের সামনেও অবস্থান করতে দেখা যায় বেশ কয়েকজনকে। আজ দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে | ছবি: পদ্মা ট্রিবিউন |
চট্টগ্রাম সিটি করপোরেশনের কোন হাটগুলোর ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সিটি করপোরেশনের কর্মকর্তারা ধারণা করছেন, নগরের পূর্ব ষোলোশহর ওয়ার্ডের বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার কর্ণফুলী পশুবাজার অথবা দক্ষিণ হালিশহর ওয়ার্ডের আউটার রিং রোডের সিডিএ বালুর মাঠ এলাকার পশুর হাটের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হতে পারে। সিটি করপোরেশনের অস্থায়ী পশুর হাটের মধ্যে এগুলো সবচেয়ে দামি।
ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম নগরে এবার ৯টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন। তবে এর মধ্যে ৫টি হাটের বিপরীতে দরপত্র ফরম বিক্রি হয়। গত বৃহস্পতিবার দরপত্র ফরম সংগ্রহের শেষ দিন ছিল। আজ ছিল দরপত্র ফরম জমা দেওয়ার শেষ দিন। হাটের ইজারা নিতে ইচ্ছুক পক্ষগুলো লোকজন নিয়ে সকাল থেকে সিটি করপোরেশনের অস্থায়ী প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেয়। তবে সিটি করপোরেশনের পক্ষ থেকে আনসার বাহিনীর সদস্য এবং সংস্থার নিরাপত্তাকর্মীদের প্রহরা ছিল।
প্রধান কার্যালয়ের দোতলায় মেয়রের কার্যালয়ের প্রবেশ ফটকের পাশে দরপত্র ফরম জমা দেওয়ার বাক্স রাখা হয়েছিল। দরপত্র বাক্সের সামনেও বেশ কয়েকজনকে ঘণ্টার পর ঘণ্টা অবস্থান করতে দেখা যায়। কাউকে কাউকে বাধা দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে দরপত্র জমা দেওয়া নিয়ে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একটি পক্ষ অপর পক্ষকে বাধা দেওয়ার সৃষ্টি করে। তবে ওই সময় কার্যালয়ে থাকা মেয়র শাহাদাত হোসেন বের হয়ে আসেন। তিনি সেখানে থাকা ব্যক্তিদের উদ্দেশে বলেন, ‘এখানে কী? টেন্ডার (দরপত্র) সবাই জমা দেবেন। এখানে যাঁরা বিশৃঙ্খলা করছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ মেয়র শাহাদাত হোসেনের আশ্বাস পেয়ে কয়েকজন দরপত্র ফরম জমা দেন।