প্রতিনিধি নাটোর

চরবিনোদপুরে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী | ছবি: পদ্মা ট্রিবিউন 

নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার দিনভর উপজেলার চরবিনোদপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চরবিনোদপুর এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। নদীর চর দখল করে তারা ছোট ছোট ঘর তুলে অস্থায়ীভাবে বসবাসও করছিল। তবে সেনাবাহিনীর অভিযান চালানোর খবর পেয়ে তারা আগেই ড্রেজার সরিয়ে পালিয়ে যায়।

অভিযানের পর সেনাবাহিনীর নিয়মিত টহল চলছে এলাকাজুড়ে। এতে করে অবৈধ বালু উত্তোলন প্রায় বন্ধ হয়ে গেছে। নদীর পাড়ে যারা বসবাস করতেন, তাদের অনেকে বলেন—এমন অভিযান আগে হলে ফসলি জমি রক্ষা পেত।

চরজাজিরা গ্রামের প্রবীণ বাসিন্দা মতিন মিয়া বলেন, 'পদ্মার চর এলাকা একসময় ছিল বালু ও মাটির ব্যবসায়ীদের দখলে। প্রতিবাদ করলেই আমাদের ভয় দেখানো হতো। এখন সেনাবাহিনী আসায় তারা গা ঢাকা দিয়েছে।'

স্থানীয় কৃষক মো. বাবু  জানান, 'বছরের পর বছর ধরে পদ্মার চর থেকে বালু ও মাটি উত্তোলন চলেছে। এতে হাজার হাজার হেক্টর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। সন্ত্রাসীদের ভয় আর গোলাগুলির আতঙ্কে চরে চাষাবাদ করাই বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এখন আবার অনেক কৃষক জমিতে কাজ শুরু করেছেন।'

নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, 'আর যেন কেউ অবৈধভাবে বালু তুলতে না পারে, সে জন্য জেলা প্রশাসন ও যৌথ বাহিনী নজরদারিতে রয়েছে।'