প্রতিনিধি চট্টগ্রাম

চট্টগ্রাম জেলার মানচিত্র

কিশোরটির বয়স ১২ বা ১৩ বছর। পরনে কালো রঙের টি–শার্ট ও প্যান্ট। তার দুই হাত টানা দিয়ে গ্রিলের সঙ্গে বাঁধা হয়। ডিশের কেব্‌ল দিয়ে পেট বরাবর আরেকটি বাঁধন পেছনে গ্রিলের সঙ্গে। পা দুটিও জোড় করে বাঁধা হয়। এ অবস্থায় কিশোরটিকে মারধর করতে দেখা যায় এক যুবককে। যন্ত্রণায় চিৎকার করছে কিশোরটি।

শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ রকম একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওর ক্যাপশনে ঘটনাস্থল চট্টগ্রামের বহদ্দারহাট পুকুরপাড় এবং মুঠোফোন চুরির কথা উল্লেখ করা রয়েছে। মুঠোফোন চুরির অভিযোগ তুলে কিশোরটিকে পেটানো হয় বলে জানা গেছে। তবে মারধরের ঘটনাটি কখন ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

কিশোর কিংবা যিনি মারধর করছিলেন, তাঁর পরিচয় পাওয়া যায়নি। মারধরকারী যুবকটির পরনে ছিল ছাই রঙের টি–শার্ট। কলার মোটা একটা কান্দি দিয়ে তিনি অনবরত পিটিয়ে যাচ্ছিলেন কিশোরটিকে। এ ঘটনা অনেকে দাঁড়িয়ে দেখছিলেন। কেউবা ভিডিও করছিলেন। তবে এক ব্যক্তি হাত দিয়ে মারধরকারী যুবকটিকে নিবৃত্ত করার চেষ্টা করছিলেন। কিন্তু যুবকটি অনবরত মারধর করেই যাচ্ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির নিচে অনেকে কিশোরকে মারার পক্ষে–বিপক্ষে মন্তব্য করেছেন। মো. হুমায়ূন নামের এক ব্যক্তি মন্তব্য করেছেন, ‘যাদের কাছে বড় চোরের খবর থাকে না, তারা এইসব ছোট চোর পেলে এ রকম করে।’

এ বিষয়ে জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘ভিডিওটি আমি দেখিছি। আজ (রোববার) দুপুরে আমি পুলিশ পাঠিয়েছি। কিন্তু কেউ কিছু জানে না বলেছে। তারা এভাবে না মেরে আমাদের হাতে দিলেও হতো।’