[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চট্টগ্রামে জুতার গুদামে আগুন

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি চট্টগ্রাম


আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা করেন স্থানীয় লোকজন | ছবি: পদ্মা ট্রিবিউন

চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের তামাকুমন্ডি লেনে একটি বিপণিকেন্দ্রের জুতার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাতে তামাকুমন্ডি লেনের রহমান ম্যানসন নামের বিপণিকেন্দ্রের গুদামে এ অগ্নিকাণ্ড হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, তারা রাত ৮টা ২০ মিনিটে আগুন লাগার সংবাদ পায়। এরপর ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি আগুন নেভাতে কাজ করে। রাত সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, আগুন লাগার পর ঘটনাস্থলে জড়ো হন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সঙ্গে সহযোগিতা করেছেন স্থানীয় লোকজনও। পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, রাত সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো গুদামের মধ্য থেকে ধোঁয়া উঠছে। সেখানে কয়েকটি কক্ষ রয়েছে। বিপণিকেন্দ্রের তৃতীয় তলায় গুদামটির অবস্থান।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন