[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গানে-নৃত্যে ছায়ানটের রঙিন বসন্ত উৎসব

প্রকাশঃ
অ+ অ-

বিনোদন প্রতিবেদক

নৃত্যের ছন্দে ঋতুরাজ বসন্ত উদ্‌যাপন করলেন শিল্পীরা | ছবি: পদ্মা ট্রিবিউন

গান, নৃত্য ও কবিতায় বসন্তের বন্দনা করলেন শিল্পীরা। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় এই আয়োজন করেছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট।

রবীন্দ্রনাথ, নজরুল, দ্বিজেন্দ্রলাল রায় ও অতুলপ্রসাদের ঐশ্বর্যময় সৃষ্টির নির্যাসে সেজেছিল এ অনুষ্ঠান। নাচ ও গানের সহযোগে পরিবেশনা পর্বের সূচনা হয়। আয়োজনের শুরুতে ‘ওরে গৃহবাসী, খোল দ্বার খোল, লাগল যে দোল. . . ’ গানের সুরের সমান্তরালে পরিবেশিত হয় নয়নজুড়ানো সমবেত নাচ। এরপর একক কণ্ঠের পরিবেশনা নিয়ে মঞ্চে হাজির হন ইফফাত বিনতে নাজির। এই শিল্পী গেয়ে শোনান, ‘বসন্তে আজ ধরার চিত্ত হলো উতলা...’।

দ্বিজেন্দ্রলাল রায়ের বাণীকে কণ্ঠে তুলে শ্রাবন্তী ধর পরিবেশন করেন ‘আয় রে বসন্ত... তোর ও কিরণমাখা পাখা তুলে...’। সমুদ্র শুভমের গাওয়া গানের শিরোনাম ছিল ‘পিউ পিউ বিরহী পাপিয়া বোলে...’। এরপর সম্মেলক কণ্ঠের আশ্রয়ে পরিবেশিত হয় ‘আমরা মলয় বাতাসে ভেসে যাব...’ শীর্ষক সংগীত। সেঁজুতি বড়ুয়া শুনিয়েছেন ‘আমার মল্লিকা বনে, যখন প্রথম ধরেছে কলি...’। নাসিমা শাহীন গেয়েছেন ‘ফুটল যেদিন ফাগুনে হায়, প্রথম গোলাপ-কুঁড়ি...’। গানের পরিবেশনার ফাঁকে আবৃত্তি পরিবেশন করেন বাচিকশিল্পী ভাস্কর বন্দ্যোপাধ্যায়।

‘ওরে গৃহবাসী, খোল দ্বার খোল, লাগল যে দোল’ গানের সঙ্গে সম্মেলক নৃত্যগীত দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ছিল একক ও দলীয় পরিবেশনা | ছবি: পদ্মা ট্রিবিউন

এরপর ‘মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে...’ শিরোনামের সংগীত পরিবেশন করেন এ টি এম জাহাঙ্গীর। এরপর সমবেত নৃত্যগীতের পরিবেশনায় ভেসে বেড়ায় ‘ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান...’ গানের সুর। সঞ্জয় কবিরাজের গাওয়া গানের শিরোনাম ছিল ‘আসে বসন্ত, ফুলবনে সাজে বনভূমি সুন্দরী চরণে...’।

সুতপা সাহা শুনিয়েছেন ‘নীল আকাশের কোণে ওই বুঝি আজ শিহরণ লাগে...’। এরপর সম্মেলক কণ্ঠে পরিবেশিত ‘দোলা লাগিল দখিনার বনে বনে...’ গানের সুরে উপস্থাপিত হয় বৃন্দ নাচ। পার্থ প্রতীম রায় গেয়েছেন ‘আহা, আজি এ বসন্তে, এত ফুল ফোটে...’। নজরুলের বাণীকে সঙ্গী করে ঐশ্বর্য সমদ্দার শুনিয়েছেন ‘চৈতালী চাঁদনী রাতে...’। অভয়া দত্ত পরিবেশন করেন ‘যদি তারে নাই চিনি গো....’।

এরপর সম্মেলক সুরের আশ্রয়ে গাওয়া হয় ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে দ্বারে...’। জান্না-এ-ফেরদৌস লাকী শুনিয়েছেন ‘ফুল ফাগুনের এল মরশুম...’। ঋতুরাজের আবাহনে জাতীয় কবি নজরুলের ‘বাসন্তী’ শিরোনামের কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী ডালিয়া আহমেদ।

গানের পরিবেশনার ফাঁকে আবৃত্তি পরিবেশন করেন বাচিকশিল্পী ভাস্কর বন্দ্যোপাধ্যায় | ছবি: পদ্মা ট্রিবিউন

রেজাউল করিম শুনিয়েছেন ‘আসল যখন ফুলের ফাগুন...’। সুস্মিতা দেবনাথ গেয়েছেন ‘যাব না, যাব না ঘরে...’। এরপর ছিল সমবেত নৃত্যগীতের পরিবেশনা। ভেসে বেড়ায় ‘রাঙিয়ে দিয়ে যাও, যাও, যাও গো এবার যাবার আগে...’ গানের সুর। জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শেষ হয় বসন্তবন্দনার এ আয়োজন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন