[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মাঠে মুসল্লিদের ভাঙচুরের পর জয়পুরহাটে নারীদের ফুটবল ম্যাচ বাতিল

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি জয়পুরহাট

তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে নারীদের প্রীতি ম্যাচের আগে হামলা চালানো হয় | ছবি: পদ্মা ট্রিবিউন 

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠের ঘেরাও করা টিনের বেড়া ভাঙচুরের পর নারীদের প্রীতি ফুটবল ম্যাচটি বাতিল করা হয়েছে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজকেরা। আজ বিকেলে তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এর আগে নারীদের ফুটবল ম্যাচ আয়োজনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেলে একদল মানুষ মিছিল নিয়ে এসে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার (লাইভ) করা হয়। এ ঘটনায় আয়োজকদের পক্ষ থেকে থানায় কিংবা উপজেলা প্রশাসনের কাছে কোনো অভিযোগ করা হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিলকপুরের স্থানীয় টি স্টার ক্লাবের উদ্যোগে তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে দেড় মাস আগে থেকে ছেলেদের আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ মাটিতে বসে দেখতে ৩০ টাকা এবং চেয়ারে বসে দেখতে ৭০ টাকার টিকিটের ব্যবস্থা রাখা হয়। ছেলেদের ওই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে জয়পুরহাট ও পার্বতীপুর ফুটবল দল। ফাইনাল ম্যাচের আগে জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল দলের মধ্যে একটি প্রীতি ম্যাচের আয়োজনের ঘোষণা দেন আয়োজকেরা। এ উপলক্ষে এলাকায় মাইকিংও করা হয়।

আয়োজক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নারীদের প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের ঘোষণা দেওয়ার পর থেকে স্থানীয় মুসল্লিদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। এ ব্যাপারে আজ বেলা ১১টায় দুই পক্ষকে নিয়ে বৈঠক করতে চেয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তার আগেই গতকাল বিকেলে আসরের নামাজের পর একদল মুসল্লি মিছিল নিয়ে হামলা করে তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। এরপর নারীদের ফুটবল ম্যাচটি বাতিলের ঘোষণা দেন আয়োজকেরা।

 আরও পড়ুন

জয়পুরহাটে নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করতে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর

বিস্তারিত পড়ুন

আয়োজক টি স্টার ক্লাবের সভাপতি ও আক্কেলপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান বলেন, গতকাল বিকেলে মুসল্লিরা খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। এ কারণে তাঁরা নারীদের আজকের প্রীতি ফুটবল ম্যাচটি বাতিল করেছেন। ছেলেদের আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, গতকালকের ভাঙচুরের ঘটনায় এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ইউএনওর সঙ্গে আজকের বৈঠকের কথা তিনি আগে জানতেন না বলে জানান।

আক্কেলপুরের ইউএনও মনজুরুল আলম বলেন, নারীদের ম্যাচ আয়োজনের কথা তাঁকে আগে আয়োজকেরা জানাননি। এ নিয়ে স্থানীয় মুসল্লিদের অসন্তোষের কথা জানতে পেরে আজ দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসার কথা ছিল। কিন্তু কোনো পক্ষ আজ আসেনি। তার আগেই গতকাল খেলার মাঠ ভাঙচুর করা হয়। তবে কেউ এ ব্যাপারে কোনো অভিযোগ করেননি।

আক্কেলপুর থানার ওসি আনিছুর রহমান বলেন, নারীদের ফুটবল ম্যাচ আয়োজনের কথা তিনিও জানতেন না। মুসল্লিরা খেলার মাঠের টিনের বেড়া ভেঙে দিয়েছেন বলে শুনেছেন। এখন পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন