[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ইজতেমা সামনে রেখে রেল ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জামায়াতের

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামী | ছবি: ফেসবুক পেজ থেকে নেওয়া

বিশ্ব ইজতেমা সামনে রেখে রেল ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে জামায়াত বলেছে, আজ বুধবার থেকে তুরাগ নদের তীরে টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইজতেমায় সারা দেশ থেকে বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করে থাকেন। এর আগের দিন মঙ্গলবার থেকে রেলের কর্মচারীরা (রানিং স্টাফ) ধর্মঘট করার কারণে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এ অবস্থায় বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার স্বার্থে জামায়াতে ইসলামী আন্দোলনকারী সংশ্লিষ্ট সবার প্রতি ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানাচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে ন্যায়সংগত দাবি-দাওয়ার সমাধান করতেও আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান।

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার মধ্যরাতের পর থেকেই রাজধানী ঢাকাসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক–সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রানিং স্টাফরা। গত বুধবার চট্টগ্রামে পুরোনো রেলস্টেশনে সংবাদ সম্মেলন করে ২৭ জানুয়ারির মধ্যে দাবি মানার শর্ত দেয় রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। অন্যথায় ২৮ জানুয়ারি থেকে রেল চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় তারা।

এই রানিং স্টাফরা হলেন গার্ড, ট্রেনচালক (লোকোমাস্টার), সহকারী চালক ও টিকিট পরিদর্শক (টিটিই)। তাঁরা সাধারণত দীর্ঘ সময় ট্রেনে দায়িত্ব পালন করেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন