[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিজয়ে মাস উপলক্ষে আ.লীগের বিবৃতি, নেতাকর্মীদের মুক্তির দাবি

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

আওয়ামী লীগের লোগো

বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে বিবৃতি দিয়েছে ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ। দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সই করা বিবৃতিটি রোববার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত হয়। বিবৃতিতে দলীয় সভাপতি শেখ হাসিনাসহ অন্য নেতাকর্মীদের নামে হওয়া ‘মিথ্যা ও হয়রানিমূলক মামলা’ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি গ্রেপ্তার হওয়া সব রাজনৈতিক নেতাকর্মীর মুক্তি চাওয়া হয়েছে।

বাহাউদ্দিন নাছিম বলেন, 'ডিসেম্বর বিজয়ের মাস। এই মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছিল। মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ ও ২ লাখ সম্ভ্রমহারা মা-বোনের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি।'

তিনি আরও বলেন, '১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি হাজার বছরের শৃঙ্খল ভেঙে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে। অথচ মাত্র সাড়ে তিন বছরে বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশকে কার্যকর রাষ্ট্রে পরিণত করেছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে পেছনের দিকে ঠেলে দেওয়া হয়।'

আওয়ামী লীগের এই নেতা অভিযোগ করেন, 'অবৈধভাবে ক্ষমতা দখল করা সরকার পরিকল্পিতভাবে ঘৃণার রাজনীতি চর্চা করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চলছে। শেখ হাসিনাসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নেতাদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।'

বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের চেতনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'দেশের মানুষ এমন বাংলাদেশ চায়নি। আমরা জনগণকে বিভেদ ও বিদ্বেষের রাজনীতি রোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। শেখ হাসিনা ও নেতাকর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং সব রাজবন্দীর মুক্তি দাবি করছি।'

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন