[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চোট কাটিয়ে মাঠে ফিরছেন নেইমার, অপেক্ষার অবসান

প্রকাশঃ
অ+ অ-

খেলা ডেস্ক

লম্বা সময় ধরে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন নেইমার | এক্স
 
নেইমার–ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। চোট কাটিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার এখন মাঠে নামতে প্রস্তুত। আল হিলাল কোচ হোর্হে জেসুস আগেই নিশ্চিত করেছিলেন নেইমারের ফেরার খবর। তিনি সোমবার আল আইনের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নেইমারের ফেরার সম্ভাবনার কথা উল্লেখ করেছিলেন।


যদিও ম্যাচটিতে নেইমারের মাঠে নামা এখনো শতভাগ নিশ্চিত নয়, তবুও তিনি দলের সঙ্গে আল আইনের বিপক্ষে খেলতে উড়াল দিয়েছেন। ফলে নেইমারের মাঠে ফেরা এখন কেবল সময়ের ব্যাপার।

জেসুসের ঘোষণার পর নেইমার নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় তাঁর ফেরার খবর নিশ্চিত করেছেন। অনুশীলনের দৃশ্য দিয়ে সাজানো ভিডিওতে নেইমার বলেন, ‘আমি প্রস্তুত। আমি জানি আপনারা উদ্বিগ্ন। আমিও উদ্বিগ্ন। অক্টোবরের ২১ তারিখ আমি ফিরছি।’

এদিকে আরেকটি ভিডিও বার্তায় নেইমারকে আবেগাপ্লুত অবস্থায় দেখা গেছে, যেখানে তিনি ফুটবলের প্রতি নিজের ভালোবাসা এবং না খেলতে পারার যন্ত্রণা নিয়ে কথা বলেছেন। চোখের পানি মুছতে মুছতে নেইমার বলেন, ‘জীবনে আমি সবচেয়ে বেশি ভালোবাসি ফুটবল খেলা। ফুটবল থেকে দূরে থাকা প্রতিটি দিন আমার জন্য যন্ত্রণার। আর এই বিষয়টাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছিল।’

নেইমারের এই আবেগময় বার্তা তাঁর প্রতি ভক্তদের ভালোবাসা ও সমর্থনকে আরও জোরালো করেছে।

চোট অবশ্য নেইমারকে কখনোই আটকে রাখতে পারেনি। যখনই চোটে পড়েছেন পরিশ্রম করে সেই চোটকে জয় করে মাঠে ফিরেছেন। এবারও সেই একই উদ্দীপনা নিয়ে ফিরে আসার অপেক্ষায় আছেন ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা এই ফুটবলার। তবে ভক্তদের প্রত্যাশা থাকবে এরপর যেন নেইমার আর চোটে না পড়েন।
গত বছর ১৮ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের ২-০ গোলে হারা ম্যাচে চোটে পড়েন নেইমার। বাঁ হাঁটুতে চোট পেয়ে স্ট্রেচারে করে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন এ ফরোয়ার্ড। এরপর আর মাঠে ফেরা হয়নি তাঁর। সম্প্রতি উরুগুয়ের বিপক্ষে চোটে পড়ার সেই মুহূর্তটি নিয়ে নেইমার বলেছেন, ‘আমি তীব্র ব্যথা অনুভব করছিলাম এবং আমি তখনই জানতাম যে এটা মারাত্মক।’
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন