{getBlock} $results={3} $label={ছবি} $type={headermagazine}

নাটোরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

প্রকাশঃ
অ+ অ-

আদালত | প্রতীকী ছবি

প্রতিনিধি নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ১৩ বছর আগে ৭ বছর বয়সী এক মেয়েশিশুকে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার বেলা ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আবদুর রহিম এই রায় দেন।

শিশুকে ধর্ষণের অভিযোগে যখন মামলা হয়, তখন আসামি কিশোর ছিলেন। এখন দণ্ডপ্রাপ্ত ওই কিশোরের বয়স ৩০ বছর। আজ রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০১১ সালের ২ জুলাই শিশুটিকে পেয়ারা খাওয়ানোর কথা বলে প্রতিবেশী কিশোর ধর্ষণ করেন। এ ঘটনায় ওই দিনই ভুক্তভোগী মেয়েটির নানা বাদী হয়ে বাগাতিপাড়া থানায় ওই কিশোরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। মামলার তদন্ত শেষে থানাটির উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান আসামির নামে অভিযোগপত্র জমা দেন।

মামলাটি বিচারের জন্য নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসে। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আনিছুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন