[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মিয়ানমার পরিস্থিতির ওপর বিশেষ নজর রাখছে সরকার

প্রকাশঃ
অ+ অ-

সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন | ছবি: সংগৃহীত

কূটনৈতিক প্রতিবেদক: মিয়ানমারে চলমান সংঘাতের কারণে বাংলাদেশ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সরকার বিশেষভাবে নজর রাখছে। পাশাপাশি দেশটি থেকে নতুন করে যাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ না ঘটে, সে বিষয়ে সতর্ক আছে বাংলাদেশ।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান।

মুখপাত্র বলেন, ‘রাখাইনে চলমান সংঘাত মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়। তবে এই সংঘাতে বাংলাদেশ বা আমাদের জনগণ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য বিশেষভাবে নজর রাখা হচ্ছে। একই সঙ্গে নতুন করে যেন অনুপ্রবেশ না ঘটে, সে বিষয়েও বিশেষভাবে নজর রাখা হচ্ছে।’

সেহেলী সাবরীন বলেন, মিয়ানমারে বাংলাদেশের দুটি কূটনৈতিক মিশন রয়েছে। তারা সার্বিক বিষয় পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে মিয়ানমারের সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে। বিদ্যমান পরিস্থিতি এবং সম্ভাব্য প্রভাব নিয়ে মন্ত্রণালয় সরকারের সব কর্তৃপক্ষ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ঢাকার মিয়ানমার দূতাবাসের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছে। এ ছাড়া বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী মিয়ানমারের কর্তৃপক্ষের যোগাযোগ অব্যাহত রেখেছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন