[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আওয়ামী লীগের সমাবেশে মারামারি, লাঠি-ছোড়াছুড়ি ছাত্রলীগের

প্রকাশঃ
অ+ অ-

আজ শনিবার বেলা দুইটার দিকে আওয়ামী লীগের সমাবেশের মঞ্চের কাছে মারামারির ঘটনা ঘটে | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে ছাত্রলীগের কিছু নেতা-কর্মীর মধ্যে মারামারি, লাঠি-ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।

আজ শনিবার বেলা দুইটার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশের মঞ্চের কাছে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগ এখানে আজ ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’ করছে। একই সময়ে রাজধানীর নয়াপল্টনে সরকার পতনের একদফা দাবিতে সমাবেশ করছে বিএনপি।

বেলা সাড়ে ১১টার দিকে সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের সমাবেশের কার্যক্রম শুরু হয়।

বেলা একটার দিকে বায়তুল মোকাররমের সমাবেশস্থল নেতা-কর্মীর উপস্থিতিতে ভরে যায়।

বেলা দেড়টা থেকে সমাবেশের মঞ্চে বক্তব্য দিতে শুরু করেন বিভিন্ন পর্যায়ের নেতারা।

বেলা দুইটার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দিচ্ছিলেন। এ সময় সমাবেশের মঞ্চের কাছে মারামারি ও লাঠি-ছোড়াছুড়িতে জড়ান ছাত্রলীগের কিছু নেতা-কর্মী।

তখন মাইকে ছাত্রলীগের নাম উল্লেখ করে মারামারি থামাতে বারবার মঞ্চ থেকে অনুরোধ জানানো হয়। ১০ মিনিটের মতো এই মারামারি চলে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন