[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে রেললাইন থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-

লাশ | প্রতীকী ছবি

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে রেলপথের পাশ থেকে মিজান হোসেন (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে।

নিহত মিজান ওই গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে ও পেশায় মোটরসাইকেল মিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল নয়টার দিকে ঈশ্বরদী-খুলনা রেলপথের পাকশী রেলস্টেশন থেকে কিছুটা দূরে বাঘইল পূর্বপাড়া এলাকায় যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে মিজানের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশ বাড়িতে নিয়ে যায়। ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, যুবকের লাশ উদ্ধারের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন