[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ময়দানে পৌঁছে মানবতার সেবায় ইবিট লিও

প্রকাশঃ
অ+ অ-

বিশ্ব ইজতেমায় এসে শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন মালয়েশিয়ান নাগরিক ইবিট লিও। টঙ্গীর আরিচপুর এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন 

প্রতিনিধি গাজীপুর: গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে দ্বিতীয় পর্বে যোগ দিয়েছেন মালয়েশিয়ায় ‘মানবতার ফেরিওয়ালা’ খ্যাত আলোচিত সমাজকর্মী ওস্তাদ ইবিট লিও। ময়দানে এসেই নেমে পড়েছেন মানবিক সেবায়। শুক্রবার সকালে ইজতেমা ময়দানে রান্না করে আরিচপুর এলাকার রেললাইন-সংলগ্ন একটি বস্তিতে খাবার বিতরণ করেন তিনি।

এর আগে বুধবার ঢাকায় পৌঁছান লিও। বৃহস্পতিবার ময়দানে এসেই টঙ্গীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। এ সময় বস্তি এলাকায় গিয়ে বস্তিবাসীদের সঙ্গে কথা বলেন তিনি।

শুক্রবার আরিচপুর এলাকার বস্তিতে খাবার বিতরণের কয়েকটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেন ইবিট লিও। ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এসেছি। আমি বাংলাদেশকে ভালোবাসি।’

শুক্রবার  সন্ধ্যায় ইজতেমা ময়দানের বিদেশি খিত্তায় ইবিট লিওর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। লিও বলেন, ‘বস্তির শিশুদের দেখে আমার খুব খারাপ লেগেছে। তারা হয়তো খাবারের কষ্টে রয়েছে। আজ (শুক্রবার) রান্না করা খাবার দিয়েছি শিশুদের। অনাথ শিশুরা খুব খুশি হয়েছে। আমি নতুন একটি শিক্ষা পেয়েছি। বাংলাদেশের মানুষ সত্যিই খুব ভালো।’

লিও আরও বলেন, ‘ইজতেমায় অংশ নিয়েছি। আগামীতেও নেব। আখেরি মোনাজাত শেষে বাংলাদেশ ঘুরে দেখব।’

ইবিট লিওর পুরো নাম ইবিট ইরাওয়ান বিন ইব্রাহিম লিও। মালয়েশিয়ার মুসলিম উদ্যোক্তা এবং ধর্মপ্রচারক হিসেবে তিনি বেশ পরিচিত।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন