[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাংলাদেশের কাছে হারের পর আইসিসির শাস্তিও পেল ভারত

প্রকাশঃ
অ+ অ-

স্লো-ওভার রেটের জরিমানা গুনল ভারত | ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে গতকাল মিরপুরে প্রথম ওয়ানডেতে সহজ  ম্যাচ হেরে ভারতকে এমনিতেই শুনতে হচ্ছে কঠোর সমালোচনা। এবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকেও শাস্তি পেল ভারত। স্লো-ওভার রেটের কারণে ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফি’র ৮০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

আইসিসির এলিট প্যানেলের রেফারি রঞ্জন মাধুগালে এমন শাস্তি দিয়েছেন ভারতীয় খেলোয়াড়দের।আইসিসির খেলোয়াড়দের আচরণবিধি ২.২২ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার না করতে পারলে জরিমানা গুনতে হবে ২০ শতাংশ। যেখানে ভারত গতকাল নির্ধারিত সময়ের চেয়ে ৪ ওভার বোলিং কম করেছে। 

গতকাল প্রথম ওয়ানডেতে অনফিল্ড আম্পায়ার মাইকেল গফ ও তানভীর আহমেদ, তৃতীয় আম্পায়ার শরাফুদ্দৌলা ইবনে সৈকত এবং চতুর্থ আম্পায়ার ছিলেন গাজী সোহেল। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা দায় শিকার করে শাস্তি মেনে নিয়েছেন। তাই আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।  

প্রথম ওয়ানডেতে ১ উইকেটে জিতে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজের বাকি দুই ওয়ানডে হবে ৭ ডিসেম্বর ও ১০ ডিসেম্বর। দ্বিতীয় ওয়ানডে হবে মিরপুরে এবং তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন