[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের

প্রকাশঃ
অ+ অ-

কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী:  কেক কেটে ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঈশ্বরদী ইউনিটের নেতৃবৃন্দ।

শুক্রবার সন্ধ্যায় স্টেশন রোড বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড কর্যালয়ে এই কর্মসূচি পালন করেন তাঁরা।

এ সময় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আব্দুর রহমান মিলন, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রতন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ত ম শহীদুজ্জামান নাসিম, সংগঠনের প্রধান উপদেষ্টা মাহজেবিন শিরিন পিয়া, মুক্তিযোদ্ধার সন্তান রবিউল আওয়াল সজিব প্রামাণিক, সুমন আহসানুর রহমান রনিসহ বীর মুক্তিযোদ্ধা, তাঁদের সন্তান ও পরিবার-পরিজন, সাংবাদিক, আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন