নিজস্ব প্রতিবেদক ঢাকা এপ্রিল মাসে কমেছে অর্থনীতির গতি। দেশের অর্থনীতির প্রধান চারটি খাতের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স বা পিএমআই সূচকের মান এপ্রিল মাসে ৮ দশমিক ৮ পয়েন্ট কমেছে। এই মান ৫২ দশমিক ৯ পয়েন্টে নেমে এসেছে, যা গত অক্টোবর মাসের পর থেকে সর্বনিম্ন। মার্চ মাসে এই সূচকের মান ছিল ৬১ দশমিক ৯। ব্যবসায়ী ও উদ্যোক্তাদের শতবর্ষের পুরোনো সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স (এমসিসিআই) ও গবেষণাপ্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ এক বছর ধরে যৌথভাবে এই পিএমআই সূচক প্রণয়ন করছে। আজ বৃহস্পতিবার এই সূচক প্রকাশ করা হয…