প্রতিনিধি কুমিল্লা কুমিল্লার লাকসাম দৌলতগঞ্জ রেলওয়ে স্টেশন লাগোয়া রেলের জমি ও লুপলাইন দখল করা গড়ে গড়ে ওঠা অবৈধ মার্কেট। সম্প্রতি তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন নানা সংকটে দীর্ঘ প্রায় আট বছর ধরে বন্ধ আছে কুমিল্লার লাকসাম পৌরসভার দৌলতগঞ্জ রেলওয়ে স্টেশনের কার্যক্রম। এই স্টেশনের লাগোয়া রেলওয়ের জমি ও লুপলাইন দখল করে নির্মিত হয়েছে ‘হকার্স মার্কেট’ নামে ৫২৪টি দোকানবিশিষ্ট একটি স্থায়ী মার্কেট। স্টেশন বন্ধ থাকলেও লাকসাম-নোয়াখালী রেলপথে ট্রেন চলাচল অব্যাহত আছে, কিন্তু রেলক্রসিংয়ের জন্য ব্যবহৃত লুপলাইনটির এখন আর কোন…