[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান নির্বাচন থেকে সরে দাঁড়ালেন

প্রকাশঃ
অ+ অ-
নিরাপত্তার ইস্যু তুলে ধরে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মাসুদুজ্জামান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ ঘোষণা দেন | ছবি: পদ্মা ট্রিবিউন

সাম্প্রতিক পরিস্থিতিতে নিরাপত্তাশঙ্কার কথা জানিয়ে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে বিএনপি-মনোনীত প্রার্থী, ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ মাসুদুজ্জামান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

মোহাম্মদ মাসুদুজ্জামান নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি। তিনি মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। মতবিনিময় সভায় সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান বলেন, দল থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর তিনি এলাকায় গণসংযোগসহ নানা কর্মসূচি শুরু করেন। মানুষের কাছ থেকে তিনি ব্যাপক সাড়া পান। তাঁর মনে হয়েছিল, ভোটারদের একটি স্বপ্ন বাস্তবায়নের পথে এগোচ্ছে।

এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাসুদুজ্জামান বলেন, ‘সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি ও ব্যক্তিগত কারণে আমি নির্বাচন করব না, আমি মনোনয়ন রাখব না। এ জন্য শহর ও বন্দরবাসীর কাছে ক্ষমা চাইছি। আমি একজন সমাজকর্মী হিসেবে আজীবন আপনাদের পাশে থাকব।’ বিএনপি-মনোনীত এই প্রার্থী আরও বলেন, ‘আমি জানি, আমি কী সিদ্ধান্ত নিতে যাচ্ছি। এই সিদ্ধান্তের কারণে দলের এবং শুভাকাঙ্ক্ষীদের অনেকের আশা-আকাঙ্ক্ষা আজ ভেঙে গেছে। সিদ্ধান্তটি খুব কঠিন করেই নিতে হয়েছে।’

মাসুদুজ্জামান বলেন, ‘আমার অভিজ্ঞতায় এ পর্যন্ত যত অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন করেছি, এটি একেবারেই আলাদা। এখানে পিনপতন নীরবতা। আমি জানি, এই পরিস্থিতি কেমন, তারপরও এর বিস্তারিত বর্ণনা দেওয়ার মতো নয়। কীভাবে যে নির্বাচন না করব, তা নিয়ে কয়েক দিন নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার চেষ্টা করেছি। যাঁরা এই আসনে মনোনয়ন পাবেন, তাঁদের সঙ্গে আমাদের নেতা-কর্মীদের নিয়ে দলের পক্ষে কাজ করব। আমাদের মধ্যে কোনো ধরনের বিরোধ থাকবে না, সবাই একসঙ্গে কাজ করব।’

নিজেকে রাজনীতিক, ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক হিসেবে তুলে ধরে মাসুদুজ্জামান বলেন, ‘সবার আগে পরিবার এবং নিরাপত্তা। আমি আগেই বলেছি, পরিবারকে বিদায় জানিয়েই রাজনীতিতে এসেছি। তখন তারা বাধা দেয়নি। রাজি না থাকলেও শেষ পর্যন্ত রাজি হয়েছে। আমি মানুষের জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলাম। কিন্তু সাম্প্রতিক ঘটনা ও পরিবেশ-পরিস্থিতিতে পরিবারের সদস্যরা খুবই ব্যথিত ও আতঙ্কিত। এর বাইরেও আরও কিছু নিরাপত্তা ইস্যু আছে, যেগুলো বিস্তারিত বলতে চাই না। পুরো পরিবেশটাই নেতিবাচক। এটি দলের সিদ্ধান্ত নয়, এটি আমার নিজের সিদ্ধান্ত।’

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাসুদুজ্জামান বলেন, ‘তিনি আমাকে যে সম্মান দিয়েছেন, তা আমি ধরে রাখতে পারলাম না। আশা করি, দল বিষয়টি বিবেচনা করবে। এটি আমার দুর্ভাগ্য। বিএনপি একটি বড় দল। কিন্তু পরিবারকে সময় দিতে পারছি না, আর পরিবার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দু-একটি ঘটনা ঘটলেও পরিস্থিতি এখনো পুরোপুরি খারাপ নয়। আশা করছি, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

শীতলক্ষ্যার দুই পাড়ের শহর ও বন্দর এলাকা নিয়ে নারায়ণগঞ্জ-৫ আসন গঠিত। এই আসনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১ থেকে ২৭ নম্বর ওয়ার্ড এবং বন্দর উপজেলা অন্তর্ভুক্ত। গত ২৩ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামানকে প্রার্থী ঘোষণা করা হয়। এরপর থেকে তিনি ভোট চাইতে এলাকায় ব্যাপক গণসংযোগ, সভা ও সমাবেশ করে আসছিলেন।

নব্বইয়ের দশকে ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে রাজনীতি শুরু করেন মাসুদুজ্জামান। দীর্ঘদিন তিনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং সক্রিয় রাজনীতিতে ছিলেন না। গত ৯ সেপ্টেম্বর রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন এবং দলীয় মনোনয়ন পান।

এই আসনে মাসুদুজ্জামান ছাড়াও বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সদস্যসচিব আবু আল ইউসুফ এবং বিএনপি নেতা আবু জাফর বাবুল। আবু আল ইউসুফ দলীয় প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষে কাজ শুরু করলেও বাকি তিনজন নির্বাচনে মাঠে থাকার ঘোষণা দেন।

আলোচিত নারায়ণগঞ্জ-৫ আসনে আগে সংসদ সদস্য ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমান। তিনি আওয়ামী লীগদলীয় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বড় ভাই। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আড়ালে চলে যান।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন