[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত

প্রকাশঃ
অ+ অ-

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা হয়। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে | ছবি: পদ্মা ট্রিবিউন  

ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা জাকির নায়েককে আপাতত বাংলাদেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একটি প্রতিষ্ঠান জাকির নায়েককে ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনের জন্য ঢাকায় আনতে চেয়েছিল। তাঁর ঢাকার বাইরেও যাওয়ার পরিকল্পনা ছিল। এ নিয়ে গত কয়েক দিন ধরেই আলোচনা হচ্ছিল।

সভায় আলোচনা হয়, জাকির নায়েক বাংলাদেশে এলে বিপুল জনসমাগম হবে। সেই জনসমাগম নিয়ন্ত্রণে প্রচুর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের প্রয়োজন হবে। কিন্তু বর্তমানে নির্বাচন সামনে রেখে এত সদস্য মোতায়েন করা সম্ভব নয়। সভায় সিদ্ধান্ত হয়, জাতীয় নির্বাচনের পর তিনি ঢাকায় আসতে পারেন, তবে নির্বাচনের আগে নয়।

জাকির নায়েক | ফাইল ছবি

২০১৬ সালে ঢাকার হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর ভারত সরকার জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসে উসকানি ও বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আনে। এরপর তিনি দেশ ছাড়েন এবং মালয়েশিয়ায় আশ্রয় নেন। পরে মালয়েশিয়া সরকার পুত্রজায়ায় তাঁকে স্থায়ী বসবাসের অনুমতি দেয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কোর কমিটির এই সভায় উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়–সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন