[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পুরান ঢাকার গল্পে নতুন ধারাবাহিক ‘মহল্লা'

প্রকাশঃ
অ+ অ-
‘মহল্লা’ নাটকের দৃশ্যে ইফাত আরা তিথি | ছবি: বৈশাখী টেলিভিশনের সৌজন্যে

শনিবার থেকে বৈশাখী টিভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘মহল্লা’। পুরান ঢাকার গল্পে তৈরি এই নাটকটি লিখেছেন বিদ্যুৎ রায়, পরিচালনা করেছেন ফরিদুল হাসান। নাটকটি প্রচারিত হবে প্রতি শনি, রোব ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে।

পুরান ঢাকার এক মহল্লাকে ঘিরে নাটকের গল্প। সামান্য ঘটনাকে কেন্দ্র করে চিরপ্রতিদ্বন্দ্বী মাসুম ও বাবুর মধ্যে সংঘর্ষ বাঁধে। এই শত্রুতা তাদের পরিবারের পুরোনো বিষয়। একসময় মাসুমের বাবা হাকিম মুন্সি ও বাবুর বাবা বেলায়েত সর্দার ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু এক ঘটনার পর তারা শত্রু হয়ে যান। সেই শত্রুতার ধারাবাহিকতা এখন তাদের সন্তানদের মধ্যেও চলছে।

অন্যদিকে, সাবেক কাউন্সিলর বিজলীর দুই মেয়ে আদুরী ও ময়নাকে ভালোবাসে মাসুম ও বাবু। গল্প এগিয়ে যায় নানা টানাপোড়েন আর হাস্যরসের মধ্যে দিয়ে।

নির্মাতা ফরিদুল হাসান বলেন, ‘একটি মহল্লার ভালো-মন্দ, আনন্দ-বেদনার গল্প এটি। শহরে প্রতিদিন যা ঘটে, তা আমরা হাস্যরসের মাধ্যমে তুলে ধরেছি। পরিবার নিয়ে দেখার মতো একটি নাটক 'মহল্লা'।’

নাটকটিতে অভিনয় করেছেন যাহের আলভী, তন্ময় সোহেল, আইরিন সুলতানা, ইফাত আরা তিথি, আবদুল্লাহ রানা, রেশমী আহমেদ, সিয়াম মৃধা, রকি খান, মুকিত জাকারিয়া প্রমুখ।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন