চাকসু নির্বাচনে স্থগিত দুই হল সংসদের ভোট, আবার গণনা হবে
![]() |
| অনিয়মের অভিযোগ তুলে অবরুদ্ধ করে রাখা হয় সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন। গতকাল দিবাগত রাত তিনটা ২০মিনিটে প্রকৌশল অনুষদ ভবনের সামনে | ছবি: পদ্মা ট্রিবিউন |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান ও সোহরাওয়ার্দী হল সংসদের ফলাফল স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এই দুই হল সংসদের ভোট পুনরায় গণনা হওয়ার কথা রয়েছে। তবে বেলা দেড়টাও গণনা শুরু হয়নি। এর আগে ভোর পাঁচটায় নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম আরিফুল হক হল সংসদ দুটির ফলাফল স্থগিতের ঘোষণা দেন।
আরিফুল হক সাংবাদিকদের বলেন, দুপুরে ফলাফল পুনরায় গণনা করা হবে। এরপর ফল প্রকাশিত হবে। তবে ঠিক কেন ফলাফল স্থগিত করা হয়েছে, তা তিনি জানাননি।
এর আগে দুই হল সংসদের ভোট গ্রহণ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছিল। সোহরাওয়ার্দী হল সংসদে ফল ঘোষণার সময় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে প্রকৌশল অনুষদ ভবনের সামনে এই হট্টগোল শুরু হয়। সেখানে সহ–উপাচার্য মো. কামাল হোসেনকে অবরুদ্ধ করা হয়। আড়াই ঘণ্টা পর তিনি মুক্ত হন।
ছাত্রদলের নেতা-কর্মীরা অভিযোগ করেন, সোহরাওয়ার্দী হলে ভিপি পদে জমাদিউল আওয়ালকে কারচুপির মাধ্যমে হারানো হয়েছে। তাঁকে ১,২০৩ ভোট দেওয়া হয়েছে, আর ছাত্রশিবির–সমর্থিত নেয়ামত উল্লাহ পেয়েছেন ১,২০৬ ভোট। ছাত্রদলের এক কর্মী বলেন, প্রকৌশল অনুষদের ৩১২ নম্বর কক্ষে দর্শন ও সংস্কৃত বিভাগের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। অথচ এই কক্ষে জমাদিউল আওয়াল পেয়েছেন মাত্র ৩ ভোট, যা হওয়ার কথা নয়। দর্শন বিভাগের অনেক শিক্ষার্থীর সঙ্গে তার সুসম্পর্ক থাকলেও এমন ফলাফল এসেছে।
অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে ভিপি প্রার্থী পদে রিপুল চাকমা মাত্র ১ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২১৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিরামন সরকার পেয়েছেন ২১৬ ভোট। এরও ওপরও অভিযোগ উঠেছে।

Comments
Comments