[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আ.লীগ নিয়ে সিলেট পুলিশ কমিশনারের যে নির্দেশনাপত্র ভাইরাল

প্রকাশঃ
অ+ অ-

সিলেট পুলিশ কমিশনারের কার্যালয় | ছবি: এসএমপির ওয়েবসাইট থেকে সংগৃহীত

সিলেট মহানগরে সম্প্রতি পুলিশের একটি নির্দেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। ছড়িয়ে পড়া নির্দেশনায় বলা হয়েছিল, মহানগরের ছয় থানার এলাকায় আওয়ামী লীগের লোকজন প্রকাশ্যে যেন থাকতে না পারে।

সিলেট পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, এটি একটি ভুল তথ্য। তিনি বলেন, 'আমি যা বলেছি, সেটার ড্রাফট আলাদা হয়েছে। আমার অজান্তেই এটি সই হয়ে গেছে। আমরা তা ঠিক করে দিচ্ছি। সংশোধিত নির্দেশনা আমাদের ফেসবুক পেজে পাওয়া যাবে।' 

প্রকাশিত নির্দেশনায় লেখা ছিল, ‘ডিসেম্বর ২০২৫-এর মধ্যে সিলেট মহানগরের আওতাধীন এলাকায় কোনো আওয়ামী লীগের অঙ্গসংগঠনের লোক যেন প্রকাশ্যে থাকতে না পারে। এ বিষয়ে সব থানার ওসিদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলো। এসি, এডিসি ও ডিসিরা তদারকি করবেন।’

তথ্য অনুসন্ধান করলে জানা গেছে, ১০ সেপ্টেম্বর আবদুল কুদ্দুছ চৌধুরী সিলেটে পুলিশ কমিশনার হিসেবে যোগ দেন। সম্প্রতি তিনি মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর গত রোববার পুলিশের ছয় থানার ওসিসহ বিভিন্ন কর্মকর্তার কাছে একটি নির্দেশনা পাঠানো হয়। তবে ফেসবুকে ছড়িয়ে পড়া চিঠির ১৩ নম্বর ও সর্বশেষ অংশই ভিন্নভাবে প্রকাশিত হয়েছে।

মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, 'ফেসবুকে যেটা ছড়িয়েছে, তা সঠিক নয়। পুলিশ কমিশনারের বৈঠকের মূল সিদ্ধান্ত ছিল অন্য। সংশোধিত নির্দেশনা ইতিমধ্যেই আমাদের ফেসবুক পেজে দেওয়া হয়েছে।' 

ফেসবুক পেজে প্রকাশিত সংশোধিত নির্দেশনায় বলা হয়েছে, 'নিষিদ্ধ ঘোষণা করা দলের কার্যক্রম নিয়মিত মনিটরিং করতে হবে এবং প্রকাশ্যে কোনো মিছিল-মিটিং করতে না পারে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হলো। এসি, এডিসি ও ডিসিরা এ বিষয়ে তদারকি করবেন।' 

পুলিশ আরও জানায়, 'সম্প্রতি বিভিন্ন ব্যক্তি ফেসবুকে পুলিশ কমিশনারের নামে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। এই ধরনের তথ্যের দিকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।' 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন