[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

স্কয়ারের ব্যবস্থাপনা পরিচালকসহ ব্যবসায়ীরা জামায়াত আমিরের বাসায়

প্রকাশঃ
অ+ অ-

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন জামায়াত আমির | ছবি: পদ্মা ট্রিবিউন

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে দেশের শিল্প মালিকদের এক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। রোববার ডা. শফিকুর রহমানের বসুন্ধরা এলাকার বাসায় অনুষ্ঠিত এ বৈঠক সম্পর্কে সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।

প্রতিনিধিদলে ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএ’র পরিচালক সাইফুল্লাহ মানছুর, ওয়ান স্টপ সার্ভিস সেলের চেয়ারম্যান মোজাম্মেল হক ভুঁইয়া এবং জনসংযোগ ও প্রচার কমিটির চেয়ারম্যান মাসুদ কবির।

জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিল্প-বাণিজ্য শাখার সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল আজিম এবং বিশিষ্ট চিকিৎসক ডা. খালিদুজ্জামান।

সাক্ষাতে বাংলাদেশের শিল্প বাণিজ্যের সম্ভাবনা, নতুন বিনিয়োগের পরিবেশ এবং সমসাময়িক চ্যালেঞ্জ, বিশেষ করে শ্রম আইন ২০২৫-এর দিকগুলো নিয়ে আলোচনা হয়। শিল্প মালিকরা দেশের কারখানায় স্থিতিশীলতা বজায় রাখতে এবং সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।

জবাবে ডা. শফিকুর রহমান বলেন, দেশের শিল্প ও অর্থনীতিকে সচল রাখতে শ্রমিক-মালিক সম্পর্কের উন্নয়ন অত্যন্ত জরুরি। শিল্প মালিকদের শারীরিক খোঁজ-খবর নিতে সাক্ষাতে আসায় তিনি ধন্যবাদ জানান।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন