প্রতিনিধি কক্সবাজার
![]() |
কক্সবাজারের পেকুয়ায় সাবেক সংসদ সদস্য জাফর আলমের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। আজ বেলা ১১টার দিকে পেকুয়া মিয়াপাড়া এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের বিচারের দাবিতে ঝাড়ুমিছিল করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। পাশাপাশি জাফর আলমের কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপও করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পেকুয়া বাজারে মিছিল শুরু হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও ছাত্রদল অংশ নেয়। মিছিলটি চৌমুহনীর উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
জাফর আলম চকরিয়া আওয়ামী লীগের সভাপতি। গতকাল বুধবার সকাল ১০টার দিকে তাঁকে তিনটি মামলায় সাত দিনের রিমান্ডে পেকুয়া থানায় আনা হয়েছে। এর আগে চকরিয়া থানায়ও তাঁকে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। পেকুয়া থানায় আনার পর গতকাল রাতেই কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।
মিছিল শেষে বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করেন বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। এতে উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ বলেন, ‘আমরা আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটে, এমন কাজ করব না। কেউ প্রশাসনে বাধা দেবে না। জাফর আলম খুনের সঙ্গে জড়িত। আমরা তাঁর ফাঁসির দাবি জানাই।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন বলেন, ‘২০১৪ সালে সালাহউদ্দিন আহমদের গুমের খবরে কক্সবাজার জেলায় মিষ্টি বিতরণ করা হয়েছিল জাফর আলমের নেতৃত্বে। আজ সালাহউদ্দিন আহমদ ঢাকায় বসে বাংলাদেশের প্রতিটি জাতীয় কর্মসূচি বাস্তবায়ন করছেন। আর যাঁরা মিষ্টি বিতরণ করেছিলেন, আনন্দ করেছিলেন, তাঁরা আজ কারাগারে।’
সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আজাদ, সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ প্রমুখ।