{getBlock} $results={3} $label={ছবি} $type={headermagazine}

সিরাজগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে কৃষক নিহত

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাজশাহী

মারামারি | প্রতীকী ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নজরুল ইসলাম (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।  মঙ্গলবার সকালে উপজেলার রূপবাটি ইউনিয়নের বাগধোনাইল ও কুলিয়ার চর গ্রামের মধ্যে সংঘর্ষের সময় হতাহতের এ ঘটনা ঘটে।

নজরুল ইসলাম বাগধোনাইল গ্রামের বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হঠাৎ করেই আজ সকালে উপজেলার কুলিয়ারচর ও বাগধোনাইল গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বাগধোনাইল গ্রামের নজরুল নিহত ও অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশটি উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, ওই ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন