প্রতিনিধি সাতক্ষীরা

ধর্ষণ | প্রতীকী ছবি

মাছ ও মুরগির সমন্বিত ঘেরের এক কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও মুখ বেঁধে রেখে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে সাতক্ষীরা সদরের একটি গ্রামে এ ঘটনা ঘটে। ওই কর্মচারীর স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই দম্পতির বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায়। চিকিৎসাধীন গৃহবধূ পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এই দম্পতি ওই খামারে মাসিক ১৫ হাজার টাকা বেতনে কাজ করেন। তাঁরা সেখানেই থাকেন।

অন্তঃসত্ত্বা নারী জানান, শুক্রবার রাতে তিনি ও তাঁর স্বামী ঘেরের বাসায় শুয়ে ছিলেন। রাত দুইটার দিকে চারজন সন্ত্রাসী হাতে রামদা নিয়ে তাঁদের ঘরে ঢোকে। এ সময় তাঁর স্বামীর হাত, পা ও মুখ বেঁধে ফেলে তারা। এ সময় ঘরে একটি বাক্সে থাকা তাঁদের বেতনের ৩৭ হাজার টাকা, ১১ আনা ওজনের এক জোড়া সোনার কানের দুল, ১০ আনা ওজনের একটি সোনার আংটি ও খামারে ব্যবহৃত দুটি দা লুট করে। পরে সন্ত্রাসীরা তাঁকে রান্নাঘরে নিয়ে ধর্ষণ করে। তাদের মধ্যে স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম, দেলোয়ার হোসেন ও আশরাফুল ইসলামকে চিনতে পেরেছেন তিনি।

খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক, পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শাহীনুর চৌধুরী বলেন, সন্দেহভাজনদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশে। তবে শনিবার বিকেল পর্যন্ত এই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি।