নিজস্ব প্রতিবেদক
জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ বাতিল করার দাবি জানিয়েছে ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা। রোববার রাজধানীর বনানীতে অবস্থিত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানিয়েছে।
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং এই হত্যা মামলার সব আসামিকে গ্রেপ্তারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল। এর অধীনে থেকে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রসংগঠনের নেতা–কর্মী জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন। কিন্তু জুলাই বিপ্লবপরবর্তী সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হয়েছেন। গণ–অভ্যুত্থানের পরে এই প্ল্যাটফর্মের কাজ শেষ হলেও ইউনিয়ন পর্যন্ত এর কমিটি দেওয়া হয়েছে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম বাতিল চাচ্ছি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনকে পুনর্বাসন করছে বলে অভিযোগ করেন তিনি। জনগণ এই চেষ্টা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন এই ছাত্রদল নেতা। এ সময় তিনি পারভেজ হত্যাকাণ্ডে দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় অল্প কিছুদিনের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দেন।
এ সময় জাহিদুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তারের দাবিতে সরকারকে ৭২ ঘণ্টার সময় বেঁধে দেন ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আবু হোরায়রা। ওই চারজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম আহ্বায়ক সোবাহান নিয়াজ (তুষার), টিঅ্যান্ডটি ইউনিট ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম হোসাইন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারিয়া হক ও ফাতেমা তাহসিন।
আবু হোরায়রা বলেন, জুলাই গণ–অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান অনেক বেশি। এ কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘টার্গেট কিলিং’ করা হচ্ছে। একটি রাজনৈতিক মহল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ নিতে এই হত্যাকাণ্ড চালাচ্ছে।
ছাত্রদলের এই নেতা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে রাজনীতিতে আসতে না পারেন, অনেকে সে জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছেন। এ সময় তিনিও ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ প্ল্যাটফর্মটি বিলুপ্ত ঘোষণার দাবি জানান।
ছেলের হত্যার বিচার চেয়ে নিহত জাহিদুল ইসলামের বাবা জসিম উদ্দিন বলেন, ‘যারা আমার ছেলেকে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে জনসম্মুখে ফাঁসি কার্যকর করতে হবে।’
মানববন্ধনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত সিদ্দিকী, সহসভাপতি তারিকুল ইসলাম তারেক, শাহ নিয়াজ রাহাত, ফেরদৌস আহমেদ রুবেল, মোহাম্মদ সাকিব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সোলায়মান কাদেরসহ বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতারা বক্তব্য দেন।
মানববন্ধনে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব স্কলার্স, গ্রিন ইউনিভার্সিটি, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আইইউবিএটিসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ব্যানারে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতা–কর্মীরা।