নিজস্ব প্রতিবেদক

মরদেহ | প্রতীকী ছবি

ঢাকার হাতিরঝিলে গুলিবিদ্ধ ওয়ার্ড যুবদলের সদস্য আরিফ সিকদার (৩৫) মারা গেছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আরিফ সিকদারের বোন লাবনী আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু  বলেন, মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে।

গত শনিবার গভীর রাতে হাতিরঝিলের মোড়ল গলির মুখে আরিফ সিকদারকে গুলি করে দুর্বৃত্তরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিহত আরিফের ছোট বোন লাবনী আক্তার গতকাল রোববার বলেন, তাঁর ভাই পেশায় গ্রিলের কাজ করেন। সন্ধ্যায় বাসা থেকে মগবাজার এলাকায় বের হয়েছিলেন। সেখানে তাঁদের মামাদের বাসা। মাঝেমধ্যেই সেখানে যাতায়াত করেন। রাতে মগবাজার আমবাগান এলাকায় চার থেকে পাঁচ যুবক কথা–কাটাকাটির এক পর্যায়ে তাঁকে গুলি ও ছুরিকাঘাতে আহত করেছে বলে খবর পান। পরে হাতিরঝিল থানা–পুলিশ তাঁকে উদ্ধার করে রাতে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।