প্রতিনিধি গাজীপুর

বকেয়া বেতনের দাবিতে ফু-ওয়াং ফুডস লিমিটেড কারখানায় শ্রমিকদের বিক্ষোভ। রোববার দুপুরে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় কারখানার সামনে | ছবি: পদ্মা ট্রিবিউন

গাজীপুরে তিন মাসের বকেয়া বেতন পরিশোধ, ছাঁটাই করা কর্মকর্তাদের পুনর্বহালসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করছেন ফু-ওয়াং ফুডস লিমিটেড কারখানার শ্রমিকেরা। আজ রোববার দুপুর ১২টার দিকে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে কারখানার প্রধান ফটকের সামনে হাজারখানেক শ্রমিক এ কর্মসূচিতে অংশ নেন।

আন্দোলনকারী শ্রমিকেরা জানান, গত ফেব্রুয়ারি, মার্চ ও চলতি এপ্রিল মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বেশ কয়েক দিন ধরে তাঁরা আন্দোলন করছেন। ১৩ এপ্রিল কারখানার মহাব্যবস্থাপক (জিএম) আমির হোসেনকে লাঞ্ছিত করার ঘটনায় সাত শ্রমিক ও পাঁচ কর্মচারীকে কারখানায় প্রবেশে নিষেধাজ্ঞার নোটিশ দেয় কর্তৃপক্ষ। অন্যায্যভাবে ২৪২ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এ অবস্থায় বকেয়া বেতন–ভাতা, ছাঁটাই করা শ্রমিকদের পাওনা পরিশোধসহ ৯ দফা দাবিতে তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে বকেয়া বেতন ও প্রভিডেন্ট ফান্ডের অর্থ পরিশোধ, অনিয়ম-দুর্নীতির তদন্ত ও মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মানববন্ধন শেষে কারখানার ফটকের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য দেন কারখানার সহকারী প্রকৌশলী মাহবুব জামান। তিনি বলেন, তিন মাসের বকেয়া বেতন–ভাতা না পেয়ে শ্রমিকেরা মানবেতর জীবন যাপন করছেন। তাঁদের পাওনা পরিশোধ না করে মালিকপক্ষ কারখানায় তালা ঝুলিয়ে দিয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে নানাভাবে হয়রানি করছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, চলতি মাসের ১০ তারিখ থেকে কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শ্রমিকেরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করছেন। শ্রমিকেরা কোনো বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করেনি। শান্তিপূর্ণ কর্মসূচি করে তাঁরা ফিরে গেছেন।