[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

অভিনয় ছাড়ার সিদ্ধান্ত চিত্রনায়িকা বর্ষা

প্রকাশঃ
অ+ অ-

বিনোদন প্রতিবেদক

চিত্রনায়িকা বর্ষা | ছবি : বর্ষার ফেসবুক

ব্যবসায়ী ও চিত্রনায়ক স্বামী অনন্ত জলিলের প্রযোজিত ছবি ছাড়া অন্য কারও ছবিতে অভিনয়ে দেখা যায়নি চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষাকে। হাতে রয়েছে তাঁর কয়েকটি ছবি। এই চিত্রনায়িকা দুই সন্তানের মা। এক ভিডিও সাক্ষাৎকারে বর্ষা জানিয়েছেন, তিনি নায়িকাজীবন থেকে সরে যাবেন, পরিবারকে সময় দেবেন।

বৃহস্পতিবার স্বামী অনন্ত জলিলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসে গণমাধ্যমের সামনে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দেন বর্ষা। তাঁর ভাষ্যমতে, ‘হাতে কয়েকটি ছবি আছে, এগুলো শেষ করতে করতেই বেশ সময় চলে যাবে। এরপর আমি আর নতুন কোনো ছবি করব না।’

অনন্ত জলিল ও বর্ষা | ছবি : ফেসবুক

কেন কাজ করবেন না, এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমি খুবই বাস্তববাদী। এর ফলে আমি বাস্তবতা মাথায় রেখে চিন্তা করি। আমার মনে হয়, নায়িকাদের একটা বয়স পর্যন্ত স্ক্রিনে ভালো লাগে, তত দিনই কাজ করা উচিত। আমার ক্ষেত্রেও তা–ই।’

সিনেমা ছাড়ার কারণ ব্যাখ্যা করে বর্ষা আরও বলেন, ‘আমার বড় ছেলের বয়স ১০, ছোট ছেলের ৭ বছর। কয়েক বছর পরই বড় ছেলের ১৪-১৫ বছর হয়ে যাবে। তখন সে যদি দেখে, তার মা সিনেমার নায়িকা, তখন কী ভাববে? এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে বর্ষার সিনেমা ছাড়ার সিদ্ধান্তে স্বামী অনন্ত জলিল বলেন, ‘এখন যাঁরা আমাদের দেশে নায়িকা হিসেবে কাজ করছেন, তাঁদের অনেকের চেয়ে বর্ষার বয়স কম। তা–ও সে এ কথা বলছে।’

প্রসঙ্গত ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে ঘর বাঁধেন এ তারকা জুটি। তাঁদের সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামের দুই পুত্রসন্তান রয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন